ভারতীয় ক্রিকেটে গত কয়েক সপ্তাহ ধরে যে একটাই বিষয় ঘুরে-ফিরে আলোচনায় ছিল, তা হলো স্মৃতি মান্ধানা–পলাশ মুচ্ছল বিয়ে স্থগিত। যা পরবর্তীতে বিয়ে বাতিলের খবর। অনেক জল্পনা-গুঞ্জন, নানা ব্যাখ্যা সব মিলিয়ে আলোচনার কেন্দ্রেই ছিলেন ভারতীয় নারী দলের সহ-অধিনায়ক। শেষ পর্যন্ত স্মৃতি নিজেই জানিয়ে দিয়েছেন, বিয়ে আর হচ্ছে না। আলোচনার মাঝেও তিনি স্পষ্ট করেছেন, এখন তাঁর মাথায় শুধুই ক্রিকেট।
১২ বছর ধরে ভারতীয় জার্সি গায়ে খেলছেন স্মৃতি। তবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা পূরণ হলো এ বছর নিজেদের মাটিতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে। সেই সাফল্যের পরই দীর্ঘদিনের প্রেমিক পলাশের সঙ্গে বিয়ের দিন-তারিখ প্রায় চূড়ান্ত ছিল। গায়ে হলুদসহ বেশ কিছু আয়োজনও হয়ে গেছে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু থেমে যায়। কারণ হিসেবে প্রথমে পরিবারের অসুস্থতা সামনে এলেও পরে নানা ধরনের কথাও ছড়িয়ে পড়ে পলাশ নাকি সম্পর্কে প্রতারণা করেছেন।
সব কথা-বার্তার ইতি টানতে স্মৃতি সম্প্রতি ইনস্টাগ্রামে লেখা এক পোস্টে ঘোষণা দেন, ‘বিয়ে বাতিল করা হয়েছে।’ পাশাপাশি অনুরোধ করেন ব্যক্তিগত বিষয়ে আর বেশি অনুসন্ধান না করতে। পলাশ মুচ্ছলও নিজের বক্তব্যে ক্ষোভ ঝেড়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।
বিয়ের গল্প শেষ হলেও স্মৃতিকে ঘিরে মানুষের আগ্রহ কমেনি। তবে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন এই ক্রিকেটার। ক্রিকেটই তাঁর সবচেয়ে বড় ভালোবাসা–এ কথা তিনি আগেও বলেছেন, এবার আবার মনে করিয়ে দিলেন। তিনি বলেন, ‘ভারতীয় জার্সি আমাদের কাছে অনুপ্রেরণা। মাঠে নামলে সব দুশ্চিন্তা বাইরে পড়ে থাকে। ক্রিকেট ছাড়া অন্য কিছু এতটা আমাকে টেনে রাখে না।’
ছোটবেলা থেকে ক্রিকেটে হারিয়ে যাওয়া স্মৃতি মান্ধানা আজ ভারতের নারী ক্রিকেটের অন্যতম মুখ। অ্যামাজনের দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘শিশুকালে কেউ বুঝত না, কিন্তু আমার মাথায় সবসময়ই ছিল–একদিন যেন আমাকে বিশ্বচ্যাম্পিয়ন বলা হয়।’ সেই স্বপ্ন পূরণ হয়েছে এ বছরই। তাঁর মতে, ‘এই বিশ্বকাপ আমাদের বছরের পর বছরের লড়াইয়ের ফল।’
এখন সামনে নতুন মৌসুম, নতুন দায়িত্ব, নতুন লক্ষ্য। ব্যাক্তিগত জীবনের উত্থান-পতন পাশে সরিয়ে স্মৃতি মান্ধানা নিজেকে রাখতে চান ক্রিকেট মাঠে।
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/টিএ