Connect with us
ক্রিকেট

ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে ‘ধুম্রজাল’!

'Smoke' over India's tour of Bangladesh and Asia Cup
অনিশ্চয়তার মুখে ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপ। ছবি- সংগৃহীত

ক্রীড়াঙ্গনে নেচিবাচক প্রভাব ফেলছে ভারত-পাকিস্তানের চলমান সংঘাত। দুই প্রতিবেশী দেশের এই সামরিক উত্তেজনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ক্রিকেট। বিশেষ করে বাংলাদেশের জন্য এটা বড়ই উদ্বেগের।

চলতি মে থেকে শুরু করে আগামী কয়েক মাস ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। যেখানে ভারত-পাকিস্তান দুটো দেশের সঙ্গেই আলাদা আলাদা সিরিজ রয়েছে টাইগারদের। তবে চলমান এই পরিস্থিতির কারণে আসন্ন এই সিরিজগুলো মাঠে গড়ানো নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে।

আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দাবি, বাংলাদেশ সফরে আগ্রহী নয় ভারত। এমনকি সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপও শঙ্কার মুখে।

আরও পড়ুন:

» ২০২৫ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা

» মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারল না বাংলাদেশ 

মূলত ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএলের চলমান আসর। তাই আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফর ও এশিয়া কাপের সময়টা আইপিএলে কাজে লাগাতে চায় বিসিসিআই। গণমাধ্যমটির দাবি, ওই সময়টাতে বিসিসিআই আইপিএলের বাকি অংশ শেষ করতে করতে চায়।

মূলত প্রাথমিকভাবে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হলেও শিগগিরই চালুর সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। কেননা ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থা খারাপের দিকেই যাচ্ছে। তাছাড়া অনেক বিদেশি ক্রিকেটাররাই ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন এবং অনেকেই ভারত ছেড়ে নিজ দেশে চলে যেতে চাইছেন। যে কারণে এক সপ্তাহ পরও টুর্নামেন্ট চালুর সম্ভাবনা খুব কম। আর এ কারণেই আগস্ট-সেপ্টেম্বরের সময়টাকে ব্যবহার করে আইপিএলের বাকি অংশ শেষ করতে করতে চায় বিসিসিআই।

এমনটা হলে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল হয়ে যেতে পারে। তবে এটা অনেকটা নির্ভর করছে সামনে ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থা কেমন হবে তার ওপর। তাই আগামী কয়েকদিনেই হয়ত জানা যাবে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপের ভাগ্যে কী আছে।

ক্রিফোস্পোর্টস/৯মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট