
শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিযোগিতাপূর্ণ লড়াই। বাছাইপর্বের শেষ দিনে ফিফা বিশ্বকাপ মূল পর্বে জায়গা করে নিয়েছে ছয়টি দল—দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, কোত দি ভোয়া ও সেনেগাল। আসছে বিশ্বকাপে মাঠে আলো ছড়াবে এই দলগুলো।
২০২৬ বিশ্বকাপ যেন দুয়ারে এসে কড়া নাড়ছে। ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ৪৮ দল নিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা ফুটবল বিশ্বকাপ। ২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর, চলবে ১৯ জুলাই পর্যন্ত।
ইতিমধ্যেই শেষ হয়েছে বিশ্বকাপের প্রায় সকল প্রস্তুতি। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) শেষ হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা স্বাগতিক দল হিসেবে আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। গতকাল আরও ছয়টি দল বাছাইপর্ব অতিক্রম করে মূল পর্বে জায়গা করে নিয়েছে।
স্বাগতিক তিন দলসহ মোট ২৮টি দল বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে।
বাছাইপর্ব পেরিয়ে আসা দলগুলোর তালিকা: জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, একুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দ, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, কোত দি ভোয়া ও সেনেগাল।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/এনজি
