Connect with us
ক্রিকেট

লর্ডসে উইকেট নিয়ে জোটার স্মৃতি মনে করালেন সিরাজ

mohammad-siraj-reminds-me-of-jota-with-wicket-at-lords
উইকেট নিয়ে জোটার স্মৃতি মনে করালেন সিরাজ। ছবি- সংগৃহীত

দিয়োগো জোটার আকস্মিক মৃত্যু শোকের ছায়া ফেলেছে গোটা ফুটবল বিশ্বে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ এই তারকার অপমৃত্য কাঁদিয়েছে সকলকে। ফুটবল মাঠে গোলের পর বিভিন্ন ফুটবলারদের দেখা গেছে জোটার প্রতি সম্মান জানাতে। এবার সেই ঘটনাই উঠে এলে ক্রিকেটের মাঠে।

গতকাল লর্ডসে চলমান ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে উইকেট নিয়ে জোটার স্মৃতি মনে করালেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। লর্ডস টেস্টে প্রথম ইনিংসে সিরাজ একটি মাত্র উইকেটই নিয়েছেন। জেমি স্মিথের উইকেট নিয়েই শোক জ্ঞাপন করেন তিনি। লিভারপুলে জোটার পরিহিত ২০ নম্বর জার্সির সংখ্যাটাই যেন আঙুল দিয়ে ইঙ্গিত করলেন সিরাজ।

চলমান ক্লাব বিশ্বকাপে গোল করে জোটার প্রতি এখন পর্যন্ত সম্মান ও শোক জানিয়েছেন অনেক ফুটবলারই। বিশেষ করে তার মাটিতে বসে করা গ্যামিং সেলিব্রেশন দিতে দেখা গেছে অসংখ্য বার। এছাড়া কনকাকাপ গোল্ড কাপের ফাইনালেও যুক্তরাষ্ট্রকে হারানোর ম্যাচে একই উদযাপন করেন মেক্সিকোর রাউল হিমেনেজ।


আরও পড়ুন:

» লর্ডস টেস্টের তৃতীয় দিনসহ আজকের খেলা (১২ জুলাই ২৫)

» স্ত্রীকে নিয়ে শ্রীলঙ্কায় বিবাহবার্ষিকী উদযাপন করলেন শান্ত


কিলিয়ান এমবাপ্পে ক্লাব বিশ্বকাপে গোল করে আঙুলে ইঙ্গিত করেছিলেন ‘সংখ্যা ২০’। এই ২০ নম্বর জার্সিটা জোটার সম্মানে আজীবন তুলে রাখার ঘোষণা দিয়েছে তার ক্লাব লিভারপুলও। প্রয়াত এই ফুটবলারের চুক্তির পরবর্তী দুই বছরের বেতন তার পরিবারকে দেয়ার সিদ্ধান্তও নিয়েছে ক্লাবটি। ফুটবল মাঠ পেরিয়ে জোটার স্মৃতি এখন ভাসছে ক্রিকেটেও।

গত ৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় গাড়ি দুর্ঘটনায় শিকার হন জোটা। অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় তাদের গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়। এসময় তার পাশাপাশি নিহত হন তার ভাই আন্দ্রে সিলভাও। তাদের মৃত্যুতে গত সপ্তাহজুড়ে শোকের ছায়া ছিল ফুটবলাঙ্গনে।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট