
বাংলাদেশের ফুটবলে বইছে প্রশান্তির সুবাতাস। ফুটবল প্রেমীরা তাকিয়ে আছে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের দিকে। যেখানে বাংলাদেশের জার্সিতে একই সঙ্গে দেখা যেতে পারে হামজা চৌধুরী, সামিত সোম এবং ফাহমিদুল ইসলামকে। তবে ম্যাচের সকল আলো কেড়ে নিতে পারেন সিঙ্গাপুরের তরুণ ফুটবলার ইখসান ফান্দি।
আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামের সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের সবথেকে বড় চ্যালেঞ্জ সিঙ্গাপুরের এই তরুণ তারকা ফুটবলার। যার গোল করার দক্ষতা এবং ড্রিবলিং ভয় ধরাতে পারে যেকোনো প্রতিপক্ষের মনে।
সিঙ্গাপুরের একসময়ের কিংবদন্তি ফুটবলার ফান্দি আহমেদের ছেলে এই ইখসান ফান্দি। বাবার মতই ফুটবল মাঠে নিজের কারিশমা দেখিয়ে চলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে সিঙ্গাপুরের হয়ে করেছেন ১৯ গোল। ইউরোপিয়ান ধাচের ফুটবল খেলে সমীহ আদায় করে নিচ্ছেন সকলের।
আরও পড়ুন:
» আইসিসি ইভেন্টে পাকিস্তানকে নিয়ে ভারতের নতুন পরিকল্পনা
» জয়ের পর নিজের ভবিষ্যত ভাবনা নিয়ে যা জানালেন সাকিব
ঢাকায় নিঃসন্দেহে বাংলাদেশের ডিফেন্স লাইনের বড় পরীক্ষা নেবেন ২৪ বছর বয়সী এই তরুণ ফুটবলার। ৬ ফুট উচ্চতার এই ফুটবলার বাংলাদেশের ডি-বক্সের মধ্যে যতক্ষণ থাকবেন, ভয় ধরাবেন সকলের মনে। তার বুদ্ধিদীপ্ত জোরালো শটগুলো প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে ডিফেন্ডার ও গোলরক্ষককে।
২০১৩ সালে মাত্র ১৪ বছর বয়সে প্রথমবারের মতো ট্রায়াল দিয়েছিলেন স্পেনের ক্লাব হারকিউলিসে। এরপর শৈশবের বেশ অনেকটা সময় তিনি কাটিয়েছেন চিলি ও নরওয়ের বিভিন্ন ক্লাবে। ২০১৬ সালে প্রথমবারের মতো সিনিয়র দল হিসেবে ঘরের ক্লাব হোম ইউনাইটেডে যোগ দেন ইখসান। বর্তমানে তিনি খেলছেন পাথুম ইউনাইটেডে।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/এফএএস
