Connect with us
ক্রিকেট

বিসিবির সাথে সাইমন টউফেলের চুক্তি, বিপ্লব ঘটবে আম্পায়ারিংয়ে!

Saimon Taufel umpire
সাইমন টউফেল। ছবি- সংগৃহীত

শরফুদ্দৌলা ইবনে সৈকত বাংলাদেশের ইতিহাসের সেরা আম্পায়ার। তার পাশাপাশি আর দুই একজনের কথা বলা ছাড়া দেশের ক্রিকেটাঙ্গনে মানসম্পন্ন আম্পায়ারের বড় অভাব। ঘরোয়া ক্রিকেটে কান পাতলে নিয়মিতই শোনা যায় আম্পায়ারদের দৈন্যদশার খবর। তবে এবার যেন বদলাতে চলেছে ঘরোয়া আম্পায়ারিংয়ের মান।

বাংলাদেশি আম্পায়ারদের মানোন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে বিসিবি। আইসিসির এলিট প্যানেলের সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টউফেলের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বোর্ড। মূলত ঘরোয়া ক্রিকেটে বিতর্কিত সিদ্ধান্ত ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার পর এবার দেশি আম্পায়ারদের মানোন্নয়নে অভিজ্ঞ এই আম্পায়ারের শরণাপন্ন হয়েছে বিসিবি।

টউফেলের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, ‘সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টউফেলের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁর সঙ্গে ৪-৫ মাস ধরেই কথা হচ্ছিল। বিষয়টি এখন বোর্ডে অনুমোদিত হয়েছে। তাঁর সঙ্গে আমাদের ৩ বছরের চুক্তি হয়েছে।’


আরও পড়ুন:

» পরপারে থাকা ভাইকে গোল উৎসর্গ করলেন ঋতুপর্না

» প্রবাসীদের ট্রায়ালে এসে বিব্রতকর পরিস্থিতিতে কাবরেরা


সরাসরি আম্পায়ার তৈরিতে কাজ করবেন না তিনি; বরং আম্পায়ারদের যারা প্রস্তুত করবে, তেমন কিছু ট্রেনার গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশে আসবেন সাইমন টউফেল। এই চুক্তির আওতায় দেশজুড়ে আম্পায়ার উন্নয়নে ১০-১৫ জন স্থানীয় ট্রেনার গড়ে তোলা হবে, যারা নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন।

অবসরের আগ পর্যন্ত টউফেল ছিলেন বিশ্বের সবচেয়ে সম্মানিত আম্পায়ারদের একজন। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে থেকে বিশ্বকাপ, অ্যাশেজসহ গুরুত্বপূর্ণ সব টুর্নামেন্টেই আম্পায়ারিং করেছেন তিনি। বিশেষ করে ২০০৪ থেকে ২০০৮— টানা পাঁচ বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট