
আর মাত্র একদিন বাদেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করতে যাওয়া গুরুত্বপূর্ণ এই সিরিজের আগেই দল থেকে ছিটকে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। টাইগার কোচ ফিল সিমন্স জানিয়েছেন তাকে পাকিস্তান সিরিজে মিস করার কথা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলে আইপিএলে গিয়েছিলেন মুস্তাফিজ। সেখানে তার দল ইতিবাচক সাফল্য আনতে না পারলেও ভালো পারফর্ম করেছিলেন কাটার মাস্টার খ্যাত এই টাইগার পেসার। তবে ভারত থেকে হাতের ইনজুরি নিয়ে ফিরেছেন ফিজ। তার বদলে তলে ডাক পেয়েছেন টি-টোয়েন্টিতে অনভিষিক্ত খালেদা আহমেদ।
মুস্তাফিজের মত গুরুত্বপূর্ণ বোলারকে দলে না পাওয়ার বিষয়ে বাংলাদেশের প্রধান কোচ সিমন্স সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘মুস্তাফিজ আমাদের সিনিয়র পেসার। অবশ্যই তাকে মিস করব। আমরা দেখেছি আইপিএলে ও কত ভালো করেছে। আমরা তাকে মিস করব।’
আরও পড়ুন :
» ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চেয়ে যা বললেন আনচেলত্তি
» বাংলাদেশ বনাম পাকিস্তান : একনজরে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
মুস্তাফিজকে মিস করলেও তার পরিবর্তে একাদশে যারা জায়গা পাবে, তাদের জন্য পারফর্ম করার ভালো সুযোগ দেখছেন বলে জানান তিনি, ‘তবে এটা অন্য কারও জন্য নিজেকে প্রমাণের সুযোগ। ফিজ সিনিয়র বোলার, তাকে তো মিস করতেই হবে। তবে আগেই যেটা বললাম, অন্য কেউ দায়িত্ব নিবে। ফিজকে অবশ্যই মিস করব। খালেদ (বদলি) আজই চলে আসবে।’
টাইগারদের পেস ইউনিট কতটা চ্যালেঞ্জিং হতে পারে, তা জানেন পাকিস্তান কোচ মাইক হেসনও। তিনি বলেন, ‘তাদের পেসাররা অনেক উন্নতি করেছে। ভালো পেসার রয়েছে তাদের, যারা কিনা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে যেকোনো দলকে। স্পিনের উপর অত বেশি নির্ভর করতে হয় না এখন আর।’
এছাড়া বাংলাদেশকে হালকা হবে নিতে চায় না পাকিস্তান। সকল টাইগার ক্রিকেটারের দিকে নজর রাখার কথা বলেছেন হেসন। আগামীকাল ২৮ মে থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/এফএএস
