Connect with us
ক্রিকেট

রিশাদদের পিএসএল অভিজ্ঞতা পাকিস্তানে কাজে লাগাতে চান সিমন্স

Bangladesh coach Phil Simmons
বাংলাদেশের কোচ ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

জমজমাট এক ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পাঁচ প্রতিনিধি ডাক পেয়েছেন খেলার জন্য। শেষ পর্যন্ত শিরোপা জয়ের মিশনে দলের সঙ্গে ছিলেন সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন। পাকিস্তান সফরে টাইগার ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান কোচ ফিল সিমন্স।

পিএসএলে সাকিব খেলেছেন ৩ ম্যাচ। আর রিশাদ ৭ ম্যাচ খেলে নিয়েছেন ১৩ উইকেট, ছিলেন লাহোরের শিরোপা জয়ের অন্যতম নায়ক। এছাড়া বাংলাদেশের বর্তমান কোচিং স্টাফের দুই সদস্যও ছিলেন পিএসএলে। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ছিলেন পেশোয়ার জালমিতে এবং পেস বোলিং কোচ শন টেইট ছিলেন করাচি কিংসের সহকারী কোচ।

পাকিস্তান সফরের আগে গতকাল গণমাধ্যমের সাথে আলাপকালে সিমন্স বলেছেন, ‘হ্যাঁ, পিএসএলের অভিজ্ঞতা সহায়তা করতে পারে। আমরা এখানকার কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করছি। এখানে কয়েকজন পিএসএল খেলেছে। শন (টেইট), মুশিরাও (মুশতাক আহমেদ) পিএসএলে ছিল। ওদের কাছ থেকে তথ্য, অভিজ্ঞতা নিতে পারব এবং সিদ্ধান্ত নিতে পারব।’


আরও পড়ুন:

» মুম্বাইকে হারিয়ে শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করল পাঞ্জাব

» মাঠেই লুটিয়ে পড়ে না ফেরার দেশে ১৫ বছরের ফুটবলার


 

এছাড়া পাকিস্তানে নিজের ভালো স্মৃতির কথা স্মরণ করেন ফিল সিমন্স। তিনি বলেন, ‘পাকিস্তানে আমার সব স্মৃতিই সুখকর। পাকিস্তানে খেলতে খুব ভালো লাগত। তখন বাইরে ঘুরাফেরার স্বাধীনতা ছিল। গত বছর করাচিতে বেশ উপভোগ করেছি। আবারও আসতে মুখিয়ে ছিলাম।

বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ দল। যেখানে তারা খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৮ মে থেকে শুরু হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার এই সিরিজ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কাছে পরাজয়ের পর পাকিস্তান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট