
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে বিশ্বসেরা হলেন এই অলরাউন্ডার।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন এই তারকা অলরাউন্ডার।
মূলত ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন রাজা। আর সেটারই প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। লঙ্কানদের বিপক্ষে দুই ইনিংসে ১৫১ রান করেন রাজা। যেখানে একটি ইনিংসে ৮৭ বলে ৯২ এবং অপর একটি ইনিংসে ৫৫ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন এই তারকা। এ ছাড়া বল হাতে শিকার করেন একটি উইকেট।
এই পারফরম্যান্সের সুবাদেই আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবীকে পেছনে ফেলে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন সিকান্দার রাজা। বর্তমান তার রেটিং ৩০২। আর একধাপ করে পিছিয়ে দুই নেমে যাওয়া ওমরজাইয়ের রেটিং ২৯৬ এবং মোহাম্মদ নবীর রেটিং ২৯২।
তবে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২৪৯ রেটিং নিয়ে চারে আছেন এই টাইগার অলরাউন্ডার। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। যে কারণে বাংলাদেশের কোনো ক্রিকেটারেরই ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন আসেনি।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়েও বড় উন্নতি করেছেন রাজা। ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন এই তারকা। বাংলাদেশিদের মধ্যে একধাপ করে এগিয়ে মিরাজ ৭১ নম্বরে ও লিটন দাস ৭৮ নম্বরে অবস্থান করছেন। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন তাসকিন আহমেদ।
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/বিটি
