
পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নিজেকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন সিকান্দার রাজা। এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন তার পছন্দের কিংবদন্তি তারকাদের নিয়ে টি-টোয়েন্টি একাদশ। বিশ্ব ক্রিকেটের চিরচেনা মুখ দিয়ে সাজিয়েছেন একাদশ।
দেশীয় ও বিদেশি ফ্রাঞ্চাইজিতে নিয়মিত খেলোয়াড় সিকান্দার রাজা দেশীয় এক ক্রীড়া প্ল্যাটফর্মে দেওয়া এক সাক্ষাৎকারে তার পছন্দের খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড বাছাই করেছেন। আশ্চর্যের বিষয় হলো, তার এই একাদশে নেই বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো খেলোয়াড়েরা, যারা বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম সারির খেলোয়াড়।
রাজা মনে করেন নেতৃত্ব ও সাফল্য বিবেচনায় রোহিত শর্মা সেরা অধিনায়ক। রোহিতের অধীনে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে পাঁচটি শিরোপা জিতেছে। এছাড়াও, ১৭ বছর পর রোহিতের নেতৃত্বে ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করেছে।
সিকান্দার রাজা ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে রেখেছেন ক্রিস গেইলকে। উইকেটকিপার হিসেবে নির্বাচন করেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে। এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড ও হেনরিক ক্লাসেনকে রেখেছেন মিডল অর্ডারে। বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে রেখেছেন রবীন্দ্র জাদেজাকে এবং স্পিনার হিসেবে রয়েছেন রশিদ খান। জাসপ্রিত বুমরাহ, মিচেল স্টার্ক ও শাহীন শাহ আফ্রিদিকে রেখেছেন পেস আক্রমণে।
সাক্ষাৎকারে বিশ্বসেরা পাঁচজন অলরাউন্ডারের নাম জানতে চাইলে তিনি জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রবীন্দ্র জাদেজা এবং ডিজে ব্রাভোর নাম তুলে ধরেছেন।
সিকান্দার রাজার প্রকাশিত টি-টোয়েন্টি একাদশ:
ক্রিস গেইল, রোহিত শর্মা (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, হেনরিক ক্লাসেন, কাইরন পোলার্ড, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, শাহীন শাহ আফ্রিদি ও মিচেল স্টার্ক।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এনজি
