Connect with us
ক্রিকেট

এক বর্ষপঞ্জিতে কোহলির সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেললেন শুবমান

Shubman equals Kohli’s record for most centuries in a calendar year.
শুবমান গিল। ছবি- এএফপি

ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়ে রীতিমতো উড়ছেন শুবমান গিল। ব্যাট হাতে মাঠে নেমেই গড়ছেন একের পর এক রেকর্ড। এবার টেস্ট দলের অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিতে বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন এই তারকা।

চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে চলতি বছর পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন শুবমান। তাতে অধিনায়ক হিসেবে কোহলির সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন এই তারকা। এতদিন একক ভাবে কোহলির দখলে ছিল এই রেকর্ড। ২০১৭ এবং ২০১৮ সালে তিনি পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন সাবেক এই অধিনায়ক।

এর বাইরেও আরও বেশকিছু রেকর্ড গড়েছেন শুবমান। অধিনায়ক হিসেবে ইতোমধ্যে টেস্টে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ১৭ ইনিংস খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অধিনায়ক হিসেবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন শুবমান।



এই কীর্তিতে শীর্ষে আছেন সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে ১৫তম ইনিংসেই ১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তারা। তালিকার দুইয়ে আছেন মোহাম্মদ আজহারউদ্দীন। অধিনায়ক হিসেবে মাত্র ১৬ ইনিংসেই এক হাজারী ক্লাবে প্রবেশ করেন এই সাবেক ক্রিকেটার।

ভারতের সদ্য সাবেক টেস্ট অধিনায়ক রোহিত শর্মা আছেন চারে। অধিনায়ক হিসেবে ১ হাজার রান মাইলফলক স্পর্শ করতে ২০ ইনিংস খেলেছিলেন এই তারকা ওপেনার। এছাড়া পাঁচে আছেন আরেক সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ২২ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক এই ক্রিকেটার।

এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় ঋষভ পন্তকে টপকে শীর্ষে উঠে এসেছেন শুবমান গিল। তার মোট রান ২৮২৬। আর দুইয়ে নেমে যাওয়া পন্তের রান ২৭৩১। এছাড়া ২৭১৬ রান নিয়ে তিনে আছেন রোহিত শর্মা।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট