গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অ্যালেক্স কেরির ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পান শ্রেয়াস আইয়ার। বর্তমানে সিডনির এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দলে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে শ্রেয়াসের।
হার্শিত রানার বলে ব্যাকওয়ার্ডে দৌড়ে দারুণ এক ডাইভিং ক্যাচ নেন শ্রেয়াস। তবে ক্যাচ ধরতেই পাঁজরে ব্যথা পান তিনি। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘শ্রেয়াস আইয়ার ফিল্ডিং করার সময় বাম পাঁজরে আঘাত পেয়েছেন। তাকে বিস্তারিত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’
ওয়ানডে সিরিজের সহ–অধিনায়ক এই ক্রিকেটার সিডনির একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তার চিকিৎসার জন্য একজন বিশেষ চিকিৎসক নিয়োগ দিয়েছে। পাশাপাশি দলের ডাক্তারসহ অস্ট্রেলিয়ায় থাকা তার কয়েকজন বন্ধুও তার পাশে রয়েছেন। সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
দেশে কবে ফিরবেন, সেটাও নিশ্চিত নয়। শ্রেয়াসকে শুধুমাত্র তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য দলে নেওয়া হয়েছিল। তাই সিরিজ শেষেই দেশে ফেরার কথা ছিল তার। তবে অস্ট্রেলিয়ায় কিছুদিন থাকার পরিকল্পনা ছিল বলেও জানা যায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ ৩০ নভেম্বর। শ্রেয়াসের হাতে এখনও এক মাসের বেশি সময় রয়েছে। এর মধ্যে তিনি নিজেকে ফিট করে তুলতে পারবেন বলে আশা করা যায়। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে আনুষ্ঠানিকভাবে ছুটি নিয়েছেন তিনি, তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না শ্রেয়াস।
এদিকে টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না নীতিশ কুমার রেড্ডি। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাম উরুতে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন রেড্ডি। খেলতে পারেননি গতকালের তৃতীয় ওয়ানডে ম্যাচটি।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘নীতিশ কুমার রেড্ডি অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে বাম উরুর পেশিতে আঘাত পেয়েছেন এবং তৃতীয় ম্যাচের জন্য নির্বাচনের অনুপযুক্ত ছিলেন। বিসিসিআই মেডিকেল টিম প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করছে।’ তবে তার চোট গুরুতর নয় এবং টি-টোয়েন্টি দলে তিনি থাকবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৯ অক্টোবর ক্যানবেরায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে না খেলতে পারলেও পরের ম্যাচগুলোতে তিনি ফিরতে পারেন বলে ধারণা।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এনজি