Connect with us
ক্রিকেট

আইসিইউ থেকে ছাড়া পেলেন শ্রেয়াস আইয়ার

শ্রেয়াস আইয়ার
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে চোট পান আইয়ার। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শ্রেয়াস আয়ার। তারপরই হাসপাতালে ভর্তি করতে হয়, আর অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য তাঁকে সরাসরি আইসিইউতে নেওয়া হয়। এখন অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, শ্রেয়াস এখন আর বিপদের মধ্যে নেই। মাঠে পড়ে যাওয়ার কারণেই পেটে রক্তক্ষরণ হয়েছে বলে ধারণা। বিসিসিআইয়ের তরফ থেকে চিকিৎসক রিজওয়ান খানকে সিডনিতে রাখা হয়েছে, যিনি সবসময় তাঁর পাশে আছেন। দলের বাকিরা সদস্যরা ক্যানবেরায় চলে গেছেন।

বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, “শ্রেয়াসের চোট স্ক্যান করে জানা গেছে তার প্লীহায় আঘাত লেগেছে। কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল, চিকিৎসা চলছে, উন্নতিও হচ্ছে। পাশাপাশি ভারতের এবং সিডনির বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে।”



বোর্ড আর টিম ম্যানেজমেন্ট এখনো ঠিক করেনি, শ্রেয়াস কবে দেশে ফিরবেন। আপাতত তাঁকে সিডনিতেই পর্যবেক্ষণে রাখা হবে। দরকার হলে আরও দু-একদিন হাসপাতালে থাকতে হতে পারে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দেশে ফেরানো হবে না এটাই সিদ্ধান্ত।

বোর্ডের ঘনিষ্ঠ সূত্র বলছে, শ্রেয়াসের পরিবার আর চিকিৎসকরা চান তিনি পুরোপুরি সুস্থ হয়ে তবেই দেশে ফিরুন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার সময় অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পাওয়ার ফলে গুরুতর চোট পান শ্রেযয়াস আইয়ার। এই আঘাত এতটাই গুরুতর ছিল যে তার প্লীহার ক্ষতি হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যার জন্য তাকে সিডনির হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট