
বাবা যে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন, ছেলে খেলবেন না সেই দলের হয়ে। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান জাতীয় দলে জার্সি বদলের সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে ফুটবল বিশ্বে চমক দেখা দিয়েছে।
ফ্রান্সের সাবেক এই তারকার ছেলে খেলবেন আলজেরিয়ার হয়ে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আলজেরিয়ান ফুটবল ফেডারেশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
এ জন্য ফিফার কাছ থেকেও চূড়ান্ত অনুমোদন পেয়েছেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে হলে অবশ্যই সেই দেশের নাগরিকত্ব থাকতে হয়। সে কারণেই নিজের দাদার জন্মভূমি আলজেরিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন লুকা।
বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন লুকা। এর আগে তিনি ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের সদস্য ছিলেন। চার ছেলের মধ্যে দ্বিতীয় লুকা রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসেন।
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন রিয়ালে। তবে দীর্ঘ সময় দলের সঙ্গে থাকলেও সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার লক্ষ্যেই লুকার এই সিদ্ধান্ত। আফ্রিকার বাছাইপর্বে ‘জি’ গ্রুপে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলজেরিয়া। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডা।
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এনজি
