Connect with us
ক্রিকেট

শোয়েব- গুল এর মুখে মুস্তাফিজ এর প্রশংসা, যা বললেন

মুস্তাফিজুর রহমান । ছবি- সংগৃহীত

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করে জয়ের নায়ক হয়ে ওঠেন মুস্তাফিজুর রহমান। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ক্রিকেটবিশ্ব, প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক তারকারাও।

গত ২০ সেপ্টেম্বর এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয়ের পথে একধাপ এগিয়ে যায় টাইগাররা। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ইকোনমি ছিল প্রতি ওভারে মাত্র ৫ রান। এমন কৃপণ বোলিংয়ের কারণে আবারও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ আলোচনায়।

পাকিস্তানের সাবেক পেসার উমর গুল বলেন,
“আবুধাবিতে এক ধরনের উইকেটে খেলা হয়েছে, আজ আবার অন্যরকম উইকেটে খেলা হলো। কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা দিয়ে সবখানেই সেরাটা দিয়েছে। সে ব্যাক অব দ্য লেংথ বল করেছে, এঙ্গেল করে হার্ড লেংথে বল ফেলেছে এবং উইকেট নিয়েছে। দুই দলের পেসারদের মধ্যে মুস্তাফিজ সম্পূর্ণ আলাদা ছিল। তার ডেলিভারি ব্যাটাররা খেলতে পারেনি, মারতেও পারেনি।”



অন্যদিকে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিকও প্রশংসায় ভাসালেন মুস্তাফিজকে। তিনি বলেন,
মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি হলো, সে সবসময় নিজের স্ট্রেংথ ধরে রাখে। কখনো মার খেলেও নিজের শক্তির জায়গা থেকে সরে যায় না। এর মানে সে বছরের পর বছর নিজের স্কিলে কাজ করেছে। তার অ্যাকশনও কিছুটা আনঅর্থোডক্স। এ কারণেই সে বিভিন্ন কন্ডিশনে বোলিং করতে জানে। তার স্লোয়ার দুর্দান্ত, হার্ড লেংথের ডেলিভারিও চমৎকার।

ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট