বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকা এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঢাকায় পৌঁছানোর পর শোয়েব আখতারকে উষ্ণ অভ্যর্থনা জানায় ঢাকা ক্যাপিটালসের মালিকানা প্রতিষ্ঠান রিমার্ক এইচবি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মৌসুমে দলকে আরও সংগঠিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ করে গড়ে তুলতেই অভিজ্ঞ এই গতি তারকাকে মেন্টর হিসেবে যুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা, জয়ের মানসিকতা এবং নেতৃত্বগুণ সব মিলিয়ে শোয়েব আখতার দলের জন্য বড় শক্তি হয়ে উঠবেন বলে মনে করছে ঢাকা ক্যাপিটালস। মাঠের ভেতরে যেমন খেলোয়াড়দের মানসিক ও কৌশলগত দিকনির্দেশনা দেবেন, তেমনি মাঠের বাইরেও তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা ফ্র্যাঞ্চাইজির।
ঢাকা ক্যাপিটালস সূত্র জানিয়েছে, শোয়েব আখতারের উপস্থিতি দলের পেস বোলারদের জন্য বিশেষ সহায়ক হবে। নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি ম্যাচের চাপ সামলানো, ফিটনেস ও পেশাদার মনোভাব গড়ে তোলার দিকেও তিনি গুরুত্ব দেবেন।
নতুন মৌসুম শুরুর আগে শোয়েব আখতারের যোগদানকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছে ঢাকা ক্যাপিটালস ও রিমার্ক এইচবি। তাদের প্রত্যাশা, তাঁর মেন্টরশিপে দল একটি স্মরণীয় বিপিএল মৌসুম উপহার দিতে পারবে।
উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের বিপিএল হবে ছয় দল নিয়ে। ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এবার অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। মালিকানায়ও এসেছে পরিবর্তন রংপুরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালস গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) পেয়েছে ঢাকার মালিকানা। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস পরিচালনা করবে দেশ ট্রাভেলস।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৫/টিএ