Connect with us
ফুটবল

শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হামজাদের, ওঠা হলো না প্রিমিয়ার লিগে

sheffield united vs sunderland
সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ওঠা হলো না শেফিল্ডের। ছবি- সংগৃহীত

শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হামজাদের। চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে শেষ মুহূর্তের গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। এর ফলে প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্নভঙ্গ হলো হামজাদের। আগামী মৌসুমেও ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে খেলতে হবে ক্লাবটিকে। 

শনিবার (২৪ মে) চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে সান্ডারল্যান্ড। এতে ৮ বছর পর প্রিমিয়ার লিগে প্রমোশন পেয়েছে দলটি। সবশেষ ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগ খেলেছিল তারা।

এদিন ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে শেফিল্ড। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ভীষণ চাপে রাখে দলটি। ম্যাচের ২৫তম মিনিটে টাইরিস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। প্রথম গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে দ্য ব্লেডসররা।

আরও পড়ুন :

» দিল্লির শেষ ম্যাচে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

» প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সালাহ 

ম্যাচের ৩৪ মিনিটে লিড দ্বিগুণ করে নেয় হামজারা। তবে অফসাইডের কারণে হ্যারিসন বুরোসের গোলটি বাতিল হয়ে যায়। প্রথমার্ধ জুড়ে সান্ডারল্যান্ডকে চাপে রেখে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজারা।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সান্ডারল্যান্ড। আর সাফল্যও পায় দলটি। ম্যাচের ৭৬তম মিনিটে এলিজার মায়েন্দার গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড। এরপর জয় নির্ধারণী গোলের খোঁজে লড়তে থাকে দুই দল। তবে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কেউ।

এরপর ৭ মিনিট ইনজুরি সময় যোগ করে রেফারি। যোগ করা সময়ে মনে হচ্ছিল অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচটি। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে টাইরিস ক্যাম্পবেলের গোলের এগিয়ে যায় সান্ডারল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় হামজাদের।

এর আগে চ‍্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করেছে লিডস ইউনাইটেড ও বার্নলি। আর তৃতীয় দল হিসেবে টিকিট পেল সান্ডারল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল