Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের ফাইনালে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শেফালির কীর্তি

Shefali's feat as the youngest cricketer in a World Cup final
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৮৭ রান করেন শেফালি ভর্মা। ছবি- বিসিসিআই

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আজ (রোববার) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে টস হেরে আগে ব্যাট করছে ভারত। স্বাগতিকদের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে এক কীর্তি গড়েছেন শেফালি ভর্মা। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে ফিফটি করেছেন এই ব্যাটার।

ভারতের হয়ে ওপেনিংয়ে খেলতে নেমে ৪৯ বলে ৫ চার ও ১ ছক্কার মারে ফিফটি তুলে নেন শেফালি। ফিফটির সময় তার বয়স হয়েছিল ২১ বছর ২৭৮ দিন। যার নারী বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে ফিফটির রেকর্ড।

এতদিন এই রেকর্ডটি জেস ডাফিনের দখলে ছিল। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে ৭৫ রান করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ২৩ বছর ২৩৫ দিন। এক যুগ পর ২১ বছর বয়সী শেফালি সেই রেকর্ডটি ভেঙে দিলেন।



শেফালি ও ডাফিনের পরেই আছেন ইংলিশ তারকা ন্যাট সিভার-ব্রান্ট। ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ফিফটি হাকিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ২৪ বছর ৩৩৭ দিন। এছাড়া তালিকার চারে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক লিসা স্থালেকার। ২০০৫ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ২৫ বছর ২৪০ দিন বয়সে ফিফটি হাকিয়েছিলেন এই সাবেক ক্রিকেটার।

এদিকে ফাইনালে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগও ছিল শেফালির সামনে। তবে অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া করেন এই ওপেনার। ৮৭ রান করে আয়াবঙ্গা খাকার বলে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। ৭৯ বলে ৭ চার ও ২ ছক্কায় রেকর্ডগড়া এই ইনিংসটি সাজান শেফালি।

এছাড়া ওপেনিং জুটিতে এক কীর্তিও গড়েন স্মৃতি মান্ধানা ও শেফালি ভর্মা। ফাইনালে ওপেনিং জুটিতে ১০৬ বলে ১০৪ রান যোগ করেন তারা। তাতে ওয়ানডেতে ভারতের হয়ে ওপেনিং জুটিতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তারা। এখন পর্যন্ত ২৭ ইনিংসে ১ হাজার ১০ রান করেছেন এই দুই ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট