Connect with us
ক্রিকেট

মাদকাসক্তির কারণে দল থেকে বাদ পড়ছেন শন উইলিয়ামস

শন উইলিয়ামস
শন উইলিয়ামস। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামসের সাথে কেন্দ্রীয় চুক্তিও নবায়ন করছে না জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, উইলিয়ামস নিজেই বোর্ডকে জানিয়েছেন যে তিনি মাদকাসক্তির সমস্যায় ভুগছেন।

এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘উইলিয়ামসের শৃঙ্খলাজনিত সমস্যা এবং বারবার দলের বাইরে থাকা দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।’

জিম্বাবুয়ের হয়ে সব মিলিয়ে ২৭৩টি ম্যাচে অংশ নিয়েছেন উইলিয়ামস। বোর্ড নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের শেষে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেটি আর নবায়ন করা হবে না।



সম্প্রতি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্বের ঠিক আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন উইলিয়ামস। মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানায়, বিষয়টির পেছনের কারণ খুঁজতে তারা অভ্যন্তরীণ তদন্ত চালায়, যেখানে উইলিয়ামস নিজেই জানান তিনি মাদকাসক্তির সমস্যায় ভুগছেন এবং স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন।

২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে সব ফরম্যাটে ৮০০০ এরও বেশি রান করেছেন। চলতি বছরই তিনি জেমস অ্যান্ডারসনকে পেছনে ফেলে বিশ্বের দীর্ঘতম সময় ধরে খেলা সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন তিনি।

বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, ‘গত দুই দশকে জিম্বাবুয়ে ক্রিকেটে শন উইলিয়ামসের অসামান্য অবদানের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি আমাদের সাম্প্রতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই অবদান মাঠের ভেতরে ও বাইরে দীর্ঘদিন স্মরণীয় থাকবে। আমরা তার সুস্থতা ও আগামীর সাফল্যের জন্য শুভকামনা জানাই।’

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট