Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের পাশে দাঁড়ালেন শশী থারুর ও মোহাম্মদ কাইফ

Fizz, kaif,sharuru
মুস্তাফিজের পাশে শশী থারুর ও কাইফ। ছবি: সংগৃহীত

আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে তৈরি অনিশ্চয়তার মধ্যেই এবার বিষয়টি ঘিরে সরব হলেন ভারতের রাজনীতি ও ক্রিকেট অঙ্গনের পরিচিত দুই মুখ। কংগ্রেস সাংসদ শশী থারুর এবং সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ প্রকাশ্যে মত দিয়েছেন এই ইস্যুতে। রাজনীতি ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব যেন ক্রিকেটে না পড়ে, সেটাই চান তারা।

এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় কলকাতা নাইট রাইডার্সকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই নির্দেশনার অংশ হিসেবেই মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে বলা হয়েছে এবং পরিবর্তে অন্য ক্রিকেটার নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

শনিবার ভারতের নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণাকে সামনে রেখে বিসিসিআইয়ের বৈঠক ছিল। সেই প্রসঙ্গেই সংবাদমাধ্যমের প্রশ্নে মুস্তাফিজ ইস্যু উঠে আসে। দেবজিৎ সাইকিয়া জানান, নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড চূড়ান্ত করার জন্য নির্বাচকদের সঙ্গে আলোচনা চলছে এবং বিকেলেই দল ঘোষণা করা হবে।



তবে এই সিদ্ধান্তের আগে বিসিসিআইয়ের ভেতর থেকেই ভিন্ন বার্তা পাওয়া গিয়েছিল। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক বক্তব্যে বোর্ডের এক কর্মকর্তা বলেছিলেন, কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেটে পড়বে না এবং বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ তখনো আসেনি। সেই সময় বিসিসিআইয়ের অবস্থান ছিল, বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নয় এবং মুস্তাফিজ আইপিএল খেলতে পারবেন।

মূলত পরিস্থিতি বদলাতে শুরু করে সাম্প্রতিক দিনগুলোতে। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন শুরু করে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বিষয়টিকে আরও রাজনৈতিক রূপ দেওয়া হয়। সেই চাপের মধ্যেই বিসিসিআইয়ের এই নির্দেশনা এসেছে বলে মনে করছেন অনেকে।

এই প্রেক্ষাপটে কংগ্রেস সাংসদ শশী থারুর জানান ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখতে। তার মতে, “সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের সঙ্গে ক্রিকেটারদের জড়ানো কোনো যুক্তিসঙ্গত কাজ নয়। মুস্তাফিজ একজন পেশাদার ক্রিকেটার। তিনি ঘৃণা ছড়াননি, কাউকে আক্রমণ করেননি। প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে ঠেলে দিলে শেষ পর্যন্ত ক্ষতিটা আমাদেরই হবে।”

একইভাবে সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফও নিজের অবস্থান জানিয়েছেন। তার মতে, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি বোর্ডের। বিষয়টি স্পর্শকাতর, তাই তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পরিস্থিতি কোন দিকে যায়, সেটি দেখা দরকার। বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ পরিচালনা করা বোর্ড হিসেবে বিসিসিআই জানে, কী করা উচিত।

উল্লেখ্য, আসন্ন আইপিএলের মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এর আগে আইপিএলের আট আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। কিন্তু চলমান রাজনৈতিক চাপ ও সিদ্ধান্তের ফলে এবারের আসরে তার মাঠে নামা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট