Connect with us
ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল শারমিন–নাহিদারা

বাংলাদেশ নারী বনাম যুক্তরাষ্ট্র নারী। ছবি: সংগৃহীত

নারীদের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল দাপটের সঙ্গে বাংলাদেশ। প্রথম ম্যাচেই ব্যাট–বলে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাঘিনীরা। শারমিন আখতারের ব্যাটে দুর্দান্ত সূচনা করে নাহিদা আক্তার ও রিতু মনির অসাধারণ বোলিং পারফরম্যান্সে আত্মবিশ্বাসী সূচনা করল লাল–সবুজের বাঘিনীরান।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা খুব বড় না হলেও ধীরগতিতে এগিয়ে চলে। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরা ফেরদৌস দুজনই ১৭ রান করে ফিরলেও তিন নম্বরে নেমে ইনিংসের নিয়ন্ত্রণ নেন শারমিন আখতার। চাপের মাঝেই আগ্রাসী ব্যাটিংয়ে ৩৯ বলে করেন ৬৩ রান। ইনিংসজুড়ে ছিল আটটি চার ও একটি ছক্কা। তাকে সঙ্গ দেন সোবহানা মোস্তারি। ২৯ বলে তার ৩২ রানের ইনিংসে স্কোরবোর্ডে রানের গতি ঠিক রাখেন। শেষদিকে স্বর্ণা আক্তার ও রাবেয়া খাতুনের ছোট কিন্তু কার্যকর অবদানে বাংলাদেশ থামে ৫ উইকেটে ১৫৯ রানে।

লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্র শুরুটা খারাপ করেনি। ওপেনিং জুটিতে আসে ৪২ রান। তবে ২২ বলে ২৩ রান করা দিশা ধিংড়াকে রাবেয়া খানের বোল্ড করা বলেই বদলে যায় ম্যাচের চিত্র। আরেক ওপেনার চেতনা পাগ্যদিয়ালা ৩৬ রান করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। রাবেয়া ও রিতু মনির টানা আঘাতে চার ব্যাটার ফেরেন এক অঙ্কের রানে। মাঝের দিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন, কিন্তু তাকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার।



শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৭ রানেই থামে যুক্তরাষ্ট্র। ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল নাহিদা আক্তার। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। সমান ওভারে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রিতু মনি। রাবেয়া খান নেন ২ উইকেট।

জয় দিয়ে বাছাইপর্ব শুরু করা বাংলাদেশের পরের ম্যাচ ২০ জানুয়ারি, প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। আত্মবিশ্বাসী এই পারফরম্যান্স সামনের ম্যাচগুলোতে এগিয়েই রাখবে।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট