Connect with us
ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করতে চান শারমিন

Sharmin aims to be the first Bangladeshi to score a World Cup century.
বিশ্বকাপে মাতাতে প্রস্তুত শারমিন আক্তার সুপ্তা। ছবি- সংগৃহীত

ভারতের গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আজ (মঙ্গলবার) নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠেছে। এবারের নারী বিশ্বকাপে আট দলের মধ্যে আছে বাংলাদেশও। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাল-সবুজের দল। 

নারীদের এই বিশ্ব আসরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। সবশেষ ২০২২ আসরে প্রথমবার কোয়ালিফাই করেছিল লাল-সবুজের দল। প্রথমবার অংশ নিয়ে বড় কোনো সাফল্য পায়নি টাইগ্রেসরা। নারীদের বিশ্বমঞ্চে এখনও সেঞ্চুরি তুলে নিতে পারেননি বাংলাদেশের কেউ। প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়তে চান শারমিন আক্তার সুপ্তা।

বর্তমানে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার শারমিন সুপ্তা। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পান তিনি। আর সুযোগ পেয়েই ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দেন শারমিন। ওই সিরিজ থেকেই ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার।



এবারের বিশ্বকাপে বাংলাদেশের কোয়ালিফাইয়ের পেছনে বড় অবদান ছিল শারমিনের। এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের বাছাইপর্বে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। ৫ ইনিংসে ৬৬.৫০ গড় ও ৭০.৭৪ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেছিলেন। বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ডানহাতি ব্যাটার।

এবার বিশ্বকাপের মূল পর্বেও ব্যাট হাতে রাঙাতে চান তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়তে চান এই ব্যাটার। শারমিন বলেন, ‘আমার প্রথম সেঞ্চুরির জন্য আমাকে আরো কিছুটা চাপ নিতে হবে। যদি বিশ্বকাপে সেঞ্চুরি করতে পারি সেটা দারুণ হবে।

তিনি আরও বলেন, ‘আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো। আমি যে ভুল করেছি, যেভাবে আউট হয়েছি, সেগুলো থেকে শিখেছি, সেগুলো থেকে শিক্ষা নিচ্ছি। আমি আমার দলের জন্য এটা করতে চাই। আমি ভালো করার চেষ্টা করছি এবং যদি আমি ভালো করতে পারি, তাহলে আমার দলও ভালো করবে। আর আমি যদি সেঞ্চুরি করি, তাহলে সেটা আমার জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

অবশ্য বাছাইপর্বের সেই ফর্ম এখনও ধরে রেখেছেন শারমিন। বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচেও ব্যাট হাতে দারুণ করেছেন। গত ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপের অফিশিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। এবার মূল পর্বে ঝলক দেখাতে প্রস্তুত এই ডানহাতি ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট