Connect with us
ক্রিকেট

চট্টগ্রাম রয়্যালসের অনুশীলন

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল, কেমন আছেন এখন?

Shariful Islam BPL (1)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগমুহূর্তে অনিশ্চয়তা ও বিতর্ক ঠেলে মাঠে ভালো শুরু পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। আসরে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নেওয়ার সময় চোটে পড়েছেন দলটির অন্যতম ক্রিকেটার ও জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। শরিফুলকে নিয়ে ইতোমধ্যে স্বস্তির খবর মিলেছে— চোট গুরুতর নয়।

এদিকে বিপিএলে টানা দুদিন ম্যাচ মাঠে গড়ানোর পর আজ (রোববার) ছিল বিরতির দিন। খেলা না থাকায় এই সুযোগে সিলেটের আউটার মাঠে অনুশীলন করতে নামে চট্টগ্রাম রয়্যালস। অনুশীলনের এক পর্যায়ে দুর্ঘটনাবশত সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লাগে শরিফুল ইসলামের মাথায়। এতে তিনি অস্বস্তি অনুভব করলে চিকিৎসকরা সতর্কতার অংশ হিসেবে তাকে দ্রুত হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর শরিফুলের প্রয়োজনীয় স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।



সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, বড় কোনো সমস্যা ধরা পড়েনি।’

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পরীক্ষার পর শরিফুলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে দলের সঙ্গে হোটেলে ফিরেছেন।

এদিকে চোট গুরুতর না হলেও মাথায় আঘাতের বিষয়টি হওয়ায় মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রাখবে। পরবর্তী ম্যাচে তার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী।

Shariful Islam BPL (2)

অনিশ্চয়তার মাঝে দুর্দান্ত শুরু

বিপিএল শুরুর ঠিক আগেরদিন হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে আসর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও বিসিবি তাৎক্ষনিক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে দলটির দায়িত্ব নেয়। পরিবর্তন আসে কোচিং স্টাফ ও সাপোর্ট স্ট্রাকচারেও। এমন অস্থির পরিস্থিতির মধ্যেই টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে চট্টগ্রাম।

সব প্রতিকূলতা উপেক্ষা করে সেই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু পায় দলটি। ওই ম্যাচে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসার শরিফুল। বাঁ-হাতি এই পেসার ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন।

দলের জন্য গুরুত্বপূর্ণ শরিফুল

জাতীয় দলের নিয়মিত সদস্য শরিফুল ইসলাম চট্টগ্রাম রয়্যালসের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। নতুন ব্যবস্থাপনায় গড়া এই দলে তার ফিটনেস ও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই হালকা হলেও মাথার চোটের বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে দল ও টিম ম্যানেজমেন্ট।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট