তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে এই সিরিজ। আসন্ন এই সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
শ্রীলঙ্কা সিরিজের জন্য আজ রোববার (৯ নভেম্বর) ম্যাচ অফিসিয়ালসদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের তিনটি ওয়ানডেতেই আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে শরফুদ্দৌলা সৈকতকে।
সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের আলেকজান্ডার ওয়ার্ফ। তার সঙ্গে থাকবেন পাকিস্তানের আসিফ ইয়াকুব। এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সৈকত। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রশিদ রিয়াজ।
দ্বিতীয় ওয়ানডেতে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। মাঠের আম্পায়ার হিসেবে তাকে সঙ্গ দেবেন ফয়সাল আফ্রিদি। আর তৃতীয় আম্পায়ার হিসেবে আলেকজান্ডার ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার হিসেবে আসিফ ইয়াকুব দায়িত্ব পালন করবেন।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আলেকজান্ডার ওয়ার্ফ এবং রশিদ রিয়াজ। এই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন সৈকত। আর চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়সাল আফ্রিদি। এছাড়া এই সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আলী নকভি।
আগামী ১১ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৩ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে এবং ১৫ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/বিটি