
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলে নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়েছেন লিটন কুমার দাস। এর আগে খণ্ডকালীন দায়িত্ব পালন করা এই উইকেটরক্ষক ব্যাটার এবার পূর্ণ মেয়াদে লাল-সবুজের জার্সিতে দায়িত্ব পালন করবেন।
সাকিব আল হাসানের পর তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব পেয়েছিলেন শান্ত। তবে তিন ফরম্যাটে অধিনায়কত্বের চাপ নিতে গিয়ে কিছুটা ভুগছিলেন শান্ত। যে কারণে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কথা বিসিবিকে জানিয়েছিলেন তিনি। তবে বোর্ড তখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। যে কারণে অনেকদিন ধরেই টি-টোয়েন্টি অধিনায়কের বিষয়টি আলোচনায় ছিল।
অবশেষে আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ দিয়ে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজে লিটনের নেতৃত্বে খেলবেন শান্ত-হৃদয়রা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করবেন লিটন।
আরও পড়ুন:
» পাকিস্তান ও আরব আমিরাত সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন
» পাকিস্তান সফরের সম্ভাব্য স্কোয়াড, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
লিটন অধিনায়কত্ব পাওয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন শান্ত। সতীর্থকে অভিনন্দন জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।’
টি-টোয়েন্টি বাংলাদেশের নতুন অধিনায়ক কে হবেন সেটি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল। যেখানে বিসিবির পছন্দের তালিকায় ছিলেন তাসকিন ও লিটন। তবে তাসকিন ইনজুরিতে শেষ পর্যন্ত দায়িত্ব উঠেছে লিটনের কাঁধে। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শেখ মেহেদি।
পাকিস্তান সফরে যাওয়ার আগে আরব আমিরাতের সঙ্গে ২টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর এই সিরিজেই প্রথমবার নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন। এর আগে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৪মে২৫/বিটি
