Connect with us
ক্রিকেট

শান্তের সেঞ্চুরিতে বিপিএলের প্রথম ম্যাচে রাজশাহীর জয়

Mushfiq and Shanto
রাজশাহীর জয়ের দুই নায়ক শান্ত ও মুশফিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বাগতিক সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাজমুল হাসান শান্তের অপরাজিত ১০১ ও মুশফিকুর রহিমের অপরাজিত ৫১ রানে ভর করে আসরের প্রথম ম্যাচে জয় পেয়েছে রাজশাহী।

ম্যাচে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী। ব্যাটিংয়ে নেমে সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। ১৫ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন সাইম, রনি ফেরেন ৩৪ বলে ৪১ করে।

সুবিধা করতে পারেননি আফগান মারকুটে ব্যাটার হজরতউল্লাহ জাজাই, ফিরেছেন ১৮ বলে ২০ করে। এরপর চতুর্থ উইকেট জুটিতে আফিফকে নিয়ে বিধ্বংসী ইনিংস খেলেন ইমন। দুইজনে মিলে ৪র্থ উইকেট জুটিতে করেন ৪১ বলে ৮৬ রান।



১৯ বলে ৩১ করে রান আউটের ফাঁদে পড়ে আফিফ ফিরলেও ৩৩ বলে ৬৫ করে অপরাজিত থাকেন ইমন। আর তাতেই নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৯০ রান। রাজশাহীর হয়ে নেপালী লেগ স্পিনার সন্দীপ লামিচানে নেন ২ উইকেট, ১টি করে উইকেট পেয়েছেন বিনুরা ফার্নান্দেজ ও তানজিম সাকিব।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি রাজশাহী। ৩য় ওভারে দলীয় ১৯ ও ব্যক্তিগত ১০ করে ফেরেন তানজিদ হাসান তামিম। ভালো করতে পারেননি পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানও, ফিরেছেন ১৯ বলে ২০ করে।

তামিমের বিদায়ের পরই উইকেটে আসেন নাজমুল হাসান শান্ত, মুশফিককে সঙ্গে নিয়ে ৩য় উইকেট জুটিতে করেন ৭১ বলে ১৩০ রান। ৫৮ বলে পূর্ণ করেন ব্যক্তিগত ১০০ রান। বিপিএলের এবারের আসরে এটিই ১ম শতক।

শান্তের অপরাজিত ১০১ ও মুশফিকের অপরাজিত ৫১ রানে ২ বল আর ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় রাজশাহী। সিলেটের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন আসরের প্রতম সেঞ্চুরিয়ান নাজমুল হাসান শান্ত। আসরের ২য় ম্যাচে রাত ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস।

 

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট