Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বিশ্বকাপে না গেলে নতুন ঘরোয়া টুর্নামেন্ট চান শান্ত

Shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর জিতে ট্রফি হাতে তুলেছেন নাজমুল হোসেন শান্ত। তবে ফাইনালের আনন্দের মাঝেও দেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক। তার মতে, মাঠের বাইরের অস্থিরতা ক্রিকেটের জন্য ভালো সংকেত নয়। তবে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না গেলে এই সময়ে দেশেই নতুন ঘরোয়া টুর্নামেন্ট খেলতে চান তিনি।

ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারানোর পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, গত এক-দুই বছরে দেশের ক্রিকেটে যে পরিবেশ তৈরি হয়েছে, তা খেলাটির ক্ষতি করছে। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

তার মতে, খেলা চলছে ঠিকই, কিন্তু আরও সুন্দরভাবে, আরও স্থিতিশীলভাবে কীভাবে চালানো যায় সেটা গুরুত্বপূর্ণ। তার ভাষ্যমতে, বর্তমানে অনেক ক্রিকেটারই অনিশ্চয়তার মধ্যে আছেন কীভাবে মৌসুম চলবে, কোন টুর্নামেন্ট হবে, ভবিষ্যৎ সূচি কী এসব নিয়ে স্পষ্টতা দরকার। নিয়মিত প্রতিযোগিতা ও মাঠের ক্রিকেট সচল রাখাকেই তিনি সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছেন।



আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে বিকল্প ভাবনার কথাও তুলেছেন জাতীয় দলের এই ব্যাটার। তার প্রস্তাব, যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে না পারে, তবে ওই সময়টায় দেশেই মানসম্মত একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা উচিত, যাতে ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পান।

ঢাকার ক্লাব ও প্রথম বিভাগ ক্রিকেট নিয়েও সাম্প্রতিক সময়ে সমালোচনা রয়েছে। এ বিষয়ে শান্ত বলেন, আগের আসরগুলোর তুলনায় আরও গোছানো ও পেশাদার আয়োজন দরকার। তার মতে, বাইরের টানাপোড়েন মিটিয়ে মাঠের খেলাটা সচল রাখা সবচেয়ে জরুরি।

বিশ্বকাপ ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের প্রসঙ্গও ওঠে। শান্ত জানান, খেলোয়াড়দের ডেকে আলোচনা করাটা ইতিবাচক দিক। কথা হয়েছে, স্বাস্থ্যকর আলোচনা হয়েছে। আমাদের ডাকা হয়েছে এটা ভালো লেগেছে। তবে আগে থেকে যোগাযোগ করা উচিত ছিল কি না সে বিষয়ে মন্তব্য করতে চাননি শান্ত, জানিয়ে দেন তিনি সেই বিশ্বকাপ দলের অংশ ছিলেন না। তাই স্বাভাবিকভাবেই তার সাথে কোনো যোগাযোগ হয়নি।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট