Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন শান্ত

Shanto reaches new milestone in international T20s
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে লাল-সবুজের জার্সিতে ৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বাংলাদেশের ১২তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন শান্ত।

আজ সোমবার (১৯ মে) আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলছেন শান্ত। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না তিনি। তবে আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো পারভেজ ইনজুরিতে থাকায় সুযোগ মিলেছে এই সাবেক টি-টোয়েন্টি দলপতির।

এই ম্যাচ দিয়ে সাত মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন শান্ত। গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। অবশ্য ফেরার ম্যাচে ব্যাট হাতে বড় সংগ্রহ পাননি শান্ত। নিজের মাইলফলকের ম্যাচে ১৯ বলে ২৭ রান করে আউট হয়ে গেছেন এই ব্যাটার।

আরও পড়ুন :

» যে কারণে দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়লেন ইমন

» পরবর্তী আসরে আরসিবির সম্ভাব্য তালিকায় বাদ এই চার ক্রিকেটার! 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। ২০০৭ সালে অভিষিক্ত হওয়া এই ক্রিকেটার লাল-সবুজের জার্সিতে ১৪১টি ম্যাচ খেলেছেন। অবশ্য গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছে দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো আরেক তারকা সাকিব আল খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১২৯টি ম্যাচ। তালিকার তিন নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে তিনিই সবার ওপরে। ২০১৫ সালে অভিষিক্ত হওয়া এই পেসার ১০৭টি ম্যাচ খেলেছেন। চার নম্বরে আছেন শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করা আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম। লাল-সবুজের জার্সিতে ১০২টি ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এছাড়া পরবর্তী তালিকায় যথাক্রমে আছেন লিটন দাস (৯৭), সৌম্য সরকার (৮৭), তামিম ইকবাল (৭৪), তাসকিন আহমেদ (৭৩), আফিফ হোসেন (৭০), শেখ মেহেদি (৫৫), মাশরাফি মুর্তজা (৫৪)।

ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট