
তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত এখন শুধুই ব্যাটার। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত অধিনায়ক হওয়া শান্তর কাঁধে উঠেছিল আর্মব্যান্ড। কিন্তু তিন ফরম্যাটে তিন অধিনায়ক এই নীতিতে যখন বাংলাদেশ চলা শুরু করেছে, তখন টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয় শান্তর কাছ থেকে। এরপর থেকে ডালপালা মেলছে নানা গুঞ্জন।
লিটন দাস টি-টোয়েন্টির নেতৃত্বে এবং মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করায় সম্প্রতি শান্ত টেস্ট নেতৃত্ব ছাড়েন। এরপর দলে গ্রুপিং চলছে এমন গুঞ্জন ছড়ায়। তবে দলে কোন বিভাজন সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন শান্ত। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত এ কথা বলেন।
শান্ত জানান, ওয়ানডে সিরিজ পর্যন্ত তিনি শ্রীলঙ্কায় ছিলেন। তখন গ্রুপিংয়ের মতো কিছু ছিল না। পরিবেশ ভালো আছে। কিছু ঘটনায় মানুষ হয়তো বাইরে থেকে ধারণা করছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি। আস্তে আস্তে এটা আরও ভালোর দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
» এবার অস্ট্রেলিয়ার ক্লাব থেকেও ঋতুপর্ণাকে দলে নেয়ার প্রস্তাব
» ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশ
যেকোনো অধিনায়কের অধীনেই খেলতে আগ্রহী দাবি করে শান্ত বলেন, আমার কোনো আপত্তি নেই। আমি যে কোনো অধিনায়কের অধীনে খেলার জন্য প্রস্তুত। দলের জন্য যেভাবে খেলা দরকার বা অধিনায়ককে সহযোগিতা করার প্রয়োজন করবো।
ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৫/এজে
