Connect with us
ক্রিকেট

বিজয় দিবসে শান্ত-মিরাজদের ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

Shanto–Miraz’s match can be watched for 100 taka on Victory Day.
শান্ত-মিরাজদের ম্যাচের টিকিটের দাম প্রকাশ করেছে কোয়াব। ছবি- কোয়াব

আসন্ন বিজয় দিবসে এক বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। জাতীয় দলে খেলা বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ও অনভিষিক্ত কয়েকজন তরুণ ক্রিকেটারদের নিয়ে দুটি দল গঠন করেছে কোয়াব। আগামী ১৬ ডিসেম্বর মুখোমুখি হবে তারা।

কোয়াব এই প্রীতি ম্যাচের নাম দিয়েছে বাংলাদেশ অল স্টার্স ম্যাচ। যেখানে অদম্য ও অপরাজেয় নামে দুটি দল খেলবে। অপরাজেয় দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর অদম্য দলের নেতৃত্বে থাকছেন ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। তবে মিরপুরে টিকিট কেটেও খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।



মাত্র ১০০ টাকায় শেরেবাংলার গ্যালারিতে বসে দেখা যাবে ম্যাচটি। ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইনে। বিসিবির ‘gobcbticket.com.bd’- ওয়েবসাইট অথবা ‘GoBCBTicket’- অ্যাপ থেকে টিকিট কাটা যাবে।

বিজয় দিবসের এই প্রীতি ম্যাচটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ অল স্টার্স ম্যাচে দুই দলের স্কোয়াড :

অপরাজেয় দলের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিথুন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

অদম্য দলের স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম।

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট