আবারও বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টেস্ট দলের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। তবে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়ে পুনরায় জাতীয় দলের সাদা পোশাকে দায়িত্বে ফিরছেন এই তারকা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে বাংলাদেশ টেস্ট দলকে নেতৃত্ব দেবেন শান্ত। আজ শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত জুনে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ দল। কলম্বোতে দ্বিতীয় টেস্ট দিয়ে অধিনায়কের দায়িত্ব ছাড়েন শান্ত। এরপর আর কোনো টেস্ট না খেলায় পরবর্তী অধিনায়ক নিয়েও তেমন আলোচনা ছিল না। চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি সামনে রেখে নতুন করে আলোচনায় উঠে আসে অধিনায়ক প্রসঙ্গটি।
নতুন টেস্ট অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও। লিটনের টেস্ট অধিনায়ক হওয়া নিয়ে বেশ গুঞ্জন ছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছে বিসিবি। অধিনায়ক হিসেবে সেই শান্তর ওপরই আস্থা রেখেছে বোর্ড। তাই নতুন করে তার হাতেই দায়িত্ব তুলে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সাকিব আল হাসানের পর জাতীয় দলের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব দেওয়া হয় শান্তকে। তবে চলতি বছর তাকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে লিটনের হাতে দায়িত্ব তুলে দেয় বোর্ড। এরপর ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়ে থাকে। এই ফরম্যাটে দায়িত্ব পান মিরাজ। এরপর শান্ত নিজে থেকেই টেস্টে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন।
তিন ফরম্যাটে তিন অধিনায়কের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল বিসিবি। তবে শান্ত সরে দাঁড়ানোর পর নতুন দায়িত্ব পাওয়ার দৌড়ে লিটন-মিরাজই এগিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত শান্তই দায়িত্ব পাওয়ায় তিন ফরম্যাটের তিন অধিনায়কের নেতৃত্বেই খেলবে লাল-সবুজের দল।
এর আগে অধিনায়ক হিসেবে ১৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত। যার মধ্যে ৪ জয়ের বিপরীতে ৯টিতে হেরেছে টাইগাররা। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/বিটি