
ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (আইসিএ) সভাপতি হলেন ভারতীয় নারী দলের সাবেক অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। সংগঠনের নতুন সম্পাদক হয়েছেন দিল্লির সাবেক ওপেনার ভেঙ্কট সুন্দরম।
সুন্দরম এর আগে ২০২৪ সালের ডিসেম্বর থেকে আইসিএ-র সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সভাপতি অনশুমান গায়েকওয়াদের মৃত্যুর পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নতুন কমিটিতে দীপক জৈনকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। সদস্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যোতি ঠাটে ও সান্তোষ সুব্রামনিয়ম।
এছাড়া আইসিএ বোর্ডের পক্ষ থেকে ভারতের সাবেক দুই নারী অধিনায়ক সুধা শাহ ও শুভাঙ্গী কুলকার্নিকে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল ও আইপিএল গভর্নিং কাউন্সিলে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের পুরুষ প্রতিনিধি হিসেবে আছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভি. চামুন্দেশ্বরনাথ।
আইসিএ-র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই নির্বাচন আইসিএ-র জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। বোর্ডে এখন দুইজন নারী সদস্য রয়েছেন, পাশাপাশি প্রথমবারের মতো একজন নারী সভাপতি ও একজন নারী আইপিএল গভর্নিং কাউন্সিল প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এটি সংগঠনের অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব ও অগ্রসর নেতৃত্বের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এআই
