
প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ছিল একেবারেই বাজে। ১০ রানে তানজিদ তামিমকে হারানোর ধাক্কাটা সামলানোর মধ্যেই দলকে বিপাকে ফেলেছেন শান্ত। হাল ধরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। কিন্তু ৬৭ রানের পর তিনিও সাজঘরে ফিরেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে বাংলাদেশ। ১২ রানে তাওহীদ হৃদয় ও ২ রানে মেহেদি হাসান মিরাজ ক্রিজে আছেন।
শনিবার ম্যাচের শুরুতেই ফিরে যান আগের ম্যাচে ফিফটি করা তানজিদ। ১১ বলে ৭ রান করে তৃতীয় ওভারেই ফিরে যান তিনি। এরপর দলের ইনিংসের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও শান্ত।
আরও পড়ুন:
» টস জিতলেন মিরাজ, ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন লিটন
» ‘হ্যাপি ফোর্থ’ লিখে সাকিবপত্নীর পোস্ট, কোনো ইঙ্গিত দিলেন তিনি?
শান্ত থাকলেও রানের চাকা ঘোরাচ্ছিলেন পারভেজ। দুই ছক্কা আর চারটি চারে ইনিংস সাজাচ্ছিলেন ভালোভাবেই। শান্তর প্রতি যখন দায়িত্ব বাড়ছিল, তখনই হতাশ করলেন তিনি। ইনিংসের ১২তম ওভারে চারিথ আসালঙ্কার বল ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। কিন্তু ওয়াইড লং অন অঞ্চলে থিকসানার হাতে তালুবন্দী হন।
১৯ বলে ১৪ রানের ইনিংস খেলে ফিরে যান শান্ত। বাংলাদেশ ৭৩ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে জুটি বেধেছেন পারভেজ হোসেন ইমন। শান্ত-ইমনের ৬৩ রানের জুটির পর ৩৭ রানের জুটি গড়েন ইমন-তাওহীদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েললাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা ও দুশমন্থ চামিরা।
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৫/এজে
