বিপিএলের এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্সের ড্রেসিংরুমে নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রশংসা শোনা যাচ্ছে বারবার। এবারও তাকে প্রশংসায় ভাসালেন দলেরই আরেক সতীর্থ। দলটির বিদেশি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের কণ্ঠেও সেই একই কথা শান্ত শুধু একজন ব্যাটারই নন, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য কার্যকর এক অধিনায়কও।
চলতি মৌসুমে সরাসরি চুক্তিতে শান্তকে দলে নেয় রাজশাহী। জাতীয় দলে টি-টোয়েন্টিতে নিয়মিত না হলেও ফ্র্যাঞ্চাইজিটি নেতৃত্বের ভার তুলে দেয় টেস্ট অধিনায়কের কাঁধে। সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটি প্রথম ম্যাচেই বুঝিয়ে দেন শান্ত। সিলেট টাইটান্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিতে রাজশাহীকে এনে দেন বড় জয়।
তিন ম্যাচে ১৬২ রান নিয়ে এই মুহূর্তে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। গড় ৮১। এমন পারফরম্যান্স দেখে শান্তর টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে আর সন্দেহ দেখছেন না নওয়াজ। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, মাঠের পারফরম্যান্সই সব প্রশ্নের উত্তর। আপনারা দেখেছেন শান্ত কীভাবে পারফর্ম করেছে। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করা ব্যাটারকে আলাদা করে ব্যাখ্যা করার কিছু নেই।
ব্যাটিংয়ের পাশাপাশি শান্তর নেতৃত্বগুণও চোখে পড়েছে নওয়াজের। তার অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন তিনি। মতে, শান্ত একজন ইতিবাচক অধিনায়ক। তরুণদের ওপর আস্থা রাখেন, তাদের মানসিকভাবে চাপে রাখেন না। ফলাফলের চিন্তার চেয়ে নিজের খেলাটা উপভোগ করে শতভাগ দেওয়ার স্বাধীনতা দেন সতীর্থদের।
শান্তর নেতৃত্বে এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। পয়েন্ট তালিকার শীর্ষেই আছে দলটি। মাঠের পারফরম্যান্স আর ড্রেসিংরুমের পরিবেশ দুই জায়গাতেই শান্ত যে নিজের ছাপ রাখতে পেরেছেন, সেটিই স্পষ্ট হয়ে উঠছে নওয়াজের কথায়।
উল্লেখ্য নাজমুল হোসেন শান্ত বর্তমানে বাংলাদেশকে টেস্টে প্রতিনিধিত্ব করছেন। এর আগে তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু নানা কারণে তাকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে সে নিজেই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিতে চান। কিন্তু বোর্ডের অনুরোধে পুনরায় টেস্টে অধিনায়কত্ব করতে রাজি হয়েছেন।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/টিএ
