Connect with us
ক্রিকেট

শান্ত সকল সমালোচনা ভুল প্রমাণ করেছে : রাজিন সালেহ

RAJIN AND SHANTO
রাজিন সালেহ ও নাজমুল শান্ত। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে উড়ন্ত সূচনা পেয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। তনে পরেরদিনই ঢাকার বিপক্ষে হেরেছে নাজমুল হাসান শান্তের দল।

প্রথম ম্যাচে ১৯১ রানের লক্ষ্য তাড়া করে জেতার পর দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে রাজশাহীকে। দলের এই হারে ব্যাটারদের দায় দেখছেন রাজশাহীর সিনিয়র সহকারী কোচ রাজিন সালেহ।দ্বিতীয় ম্যাচের হার নিয়ে রাজিন বলেন, ‘হ্যাঁ, দুর্ভাগ্যবশত দ্বিতীয় ম্যাচ আমরা হেরে গিয়েছি। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মোমেন্টামটা ধরতে পারিনি।’

ঢাকার বিপক্ষে টপ অর্ডারের ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাদের ব্যর্থতা নিয়ে রাজিন বলেন, ‘আমাদের টপ অর্ডার একটু কলাপ্স করছে। ওখান থেকে কিছুটা অবদান পেলে আমাদের জন্য একটু ভালো হতো।’



প্রথম ম্যাচের দাপুটে জয় নিয়ে রাজিন সালেহ বলেন, ‘আলহামদুলিল্লাহ, জয়ের শুরুটা তো অনেক ভালো হয়েছে। আমরা ১৯০ রান আমরা তাড়া করেছি এবং প্রথম ম্যাচটাই জয় হয়েছে।’

নিজেদর দ্বিতীয় ম্যাচে ঢাকার বোলারদের কাছে বিপর্যস্ত হয়েছিল রাজশাহী, ঢাকার বোলিং আক্রমণের প্রশংসা করে রাজশাহী ওয়ারিয়র্সের এই কোচ বলেন, ‘তাদের (ঢাকা) দুইটা পেস বোলার আছে, বিদেশি দুইটা পেস বোলার এবং স্লগে যারা বল করেছে খুবই ভালো বল করেছে। এজন্য হয়ত ম্যাচটা আমরা ধরতে পারিনি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হাসান শান্ত। তবে ঢাকার বিপক্ষে লড়াকু ব্যাটিং করলেও ইনিংস বড় করতে পারেননি। শান্তকে নিয়ে রাজিন সালেহ বলেন, ‘আর শান্তর আসলে যে স্বাভাবিক খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয় আসলে এটা নিতান্তই ভুল। ও প্রমাণ করেছে এবং ওর স্বাভাবিক যে ক্রিকেট খেলাটা ও আসলে খেলছে এবং সে পারফর্ম করছে।’

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট