Connect with us
ফুটবল

কানাডা ফিরে যাওয়ার আগে ভক্তদের উদ্দেশ্যে শমিতের বার্তা

Shamit Shome
বাংলাদেশের জার্সিতে শমিত সোম। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দেশের ফুটবলে সেই আনন্দঘন মুহূর্তের ছাপ এখনো রয়ে গেছে। এশিয়ান কাপ বাছাইপর্বের সেই প্রথম জয়ের পর রাত পোহাতে ইংল্যান্ড ফিরে গিয়েছিলেন দেশের ফুটবলের অন্যতম তারকা হামজা চৌধুরী। এবার কানাডার উদ্দেশ্যে রওনা হলেন শমিত সোম।

ভারত ম্যাচের পর বাংলাদেশের শ্রীমঙ্গলে পরিবারের সঙ্গে দুদিন সময় কাটিয়েছেন শমিত। পরিবারের সদস্য আর এলাকার মানুষের সাথে মনোমুগ্ধকর দুটি দিন পার করে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কানাডার ফ্লাইট ধরেছেন এই মিডফিল্ডার। ফিরে যাওয়ার আগে ভক্তদের উদ্দেশ্যে বার্তা রেখে গেছেন এই তারকা ফুটবলার।

কানাডায় নিজের ক্লাবের কাছে ফিরে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত ম্যাচের কিছু ছবি পোস্ট করে তার ক্যাপশনে শমিত জানিয়েছেন, ফিরে গেলেও তার হৃদয় পড়ে থাকবে এই দেশেই। ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এই যাত্রায় তোমাদের সকলের অগাধ ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’



শমিত আরও লিখেছেন, ‘প্রতিটি বার্তা, প্রতিটি প্রার্থনা, প্রতিটি উৎসাহের মূল্য তোমাদের ধারণার চেয়েও বেশি। আমি এখন কানাডায় ফিরে যাচ্ছি, কিন্তু আমার হৃদয় এই দলের সাথে এবং তোমাদের সকলের সাথেই রয়েছে। আসুন এই গতি অব্যাহত রাখি – বাংলাদেশ ফুটবলের জন্য আরও অনেক কিছু আসবে। তোমাদের সকলকে ভালোবাসি।’

কানাডা জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই মিডফিল্ডার দেশটির প্রিমিয়ার লিগের ক্লাব কাভারলি এফসিতে খেলছেন। গেল ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটেছে তার। শামিত সোম বাংলাদেশের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন একটি গোল।

নভেম্বরের আন্তর্জাতিক এই উইন্ডোতে বাংলাদেশে ফিরে দুটি ম্যাচ খেলেছেন তিনি। ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষেও এক প্রীতি ম্যাচে মাঠে নামেন তিনি। তবে সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে এই মিডফিল্ডার খেলেছেন দলের বদলি ফুটবলার হিসেবে। আর নেপালের বিপক্ষে সেই ম্যাচ ড্রয়ের পর সমালোচনার মুখে পড়া হাভিয়ের কাবরেরা ভারত ম্যাচে শুরু থেকেই খেলিয়েছেন শমিতকে।

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল