Connect with us
ফুটবল

শুরুর একাদশে নেই শমিত, জায়গা পেয়েছেন সাদ-সোহেলরা

Shamit misses out from the starting XI; Saad and Sohel make the cut.
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি শমিত সোম। ছবি- বাফুফে

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি শমিত সোম। সাদ উদ্দিন-সোহেল রানাদের রেখেই শুরুর একাদশ সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে হামজা চৌধুরী-জায়ান আহমেদরা শুরুর একাদশেই আছেন। 

আজকের একাদশে বড় চমক জামাল ভূঁইয়া। আগের ম্যাচগুলোতে শুরুর একাদশে জায়গা পাননি এই তারকা। তবে আজ শুরুর একাদশেই খেলবেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশের গোলরক্ষকের ভূমিকায় বরাবরের মতোই আছেন মিতুল মারমা। রক্ষণে আছেন তারকা ডিফেন্ডার তারিক কাজী। তাকে সঙ্গ দেবেন আরেক অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। দুই ফুলব্যাক হিসেবে একাদশে জায়গা পেয়েছেন সাদ উদ্দিন ও তরুণ জায়ান আহমেদ।



মাঝমাঠে আছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। প্রথমবার নেপালের বিপক্ষে খেলতে যাচ্ছেন এই তারকা।  তার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া। নেপাল সফরে প্রীতি ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। তবে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে জায়গা হয়নি। এছাড়া দুই সোহেল রানাও মিডফিল্ডে আছেন। আর ফরোয়ার্ড লাইনে রাকিব হোসেনের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ ফাহিম।

সাবস্টিটিউট ফুটবলারদের তালিকায় আছেন শমিত সোম। নেপাল ম্যাচ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন কিউবা মিচেল। এই ম্যাচ দিয়ে অভিষেকের অপেক্ষায় ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। আরেক প্রবাসী ফুটবলার কাজেম শাহও বিকল্প ফুটবলারদের তালিকায় আছেন।

বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

সাবস্টিটিউট : মেহেদি হাসান শ্রাবণ, শমিত সোম, কাজেম শাহ, কিউবা মিচেল, তাজ উদ্দিন, শাকিল আহাদ তপু, শাকিল হোসেন, আব্দুল্লাহ ওমর, হৃদয়, আল-আমিন, ইমন শাহরিয়াহ।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল