Connect with us
ক্রিকেট

মিরপুরে এমন উইকেট আগে কখনো দেখেননি সামি

ড্যারেন সামি
ড্যারেন সামি। ছবি: সংগৃহীত

মিরপুরের উইকেট মানেই যেন এক গোলক ধাঁধা। শুধু সফকারী দল নয়; স্বয়ং বাংলাদেশ দলের কাছেও এটি একটি গোলক ধাঁধা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে সেই গোলক ধাঁধা নিয়ে কৌতূহল আরো বেড়েছে। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ায় ২০২৭ বিশ্বকাপে সরাসরি বাংলাদেশের খেলা নিয়ে রয়েছে সংশয়। সেই সংশয় থেকে ঘরের মাঠের সুবিধা নিতে পারে বাংলাদেশ।

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আজ (শুক্রবার) ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামি বলেছেন, ‘আমি জানি না ঠিকঠাক আন্দাজ করতে পারব কি না। কিন্তু আমি আগে কখনো এমন (উইকেট) দেখিনি। তবে আমরা সবাই জানি উপমহাদেশে খেলা মানেই ভিন্ন চ্যালেঞ্জ, বিশেষ করে ব্যাটারদের জন্য।’



তবে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ফিল সিমন্স সাংবাদিকদের বলেছেন, ‘আমার চেয়ে মিরপুরের উইকেট সম্পর্কে আপনারা বেশি ভালো জানেন। আপনারা আমাকে বলতে পারেন। আমার কাছে উইকেটকে প্রথাগত মিরপুরের উইকেটই মনে হচ্ছে। যেখানে সাধারণত টার্ন থাকে, যেটা ভালো (আমাদের জন্য)।’

মিরপুরের উইকেট নিয়ে সবসময় ধোঁয়াশা থাকে। তবে ক্যারিবিয়ান কোচের কাছে কেন এতটা ব্যতিক্রমী মনে হচ্ছে এবারের উইকেট সেই বিষয়ে সামি বলেন, ‘আমি জানি না কীভাবে এটা বর্ণনা করব। তবে আমরা পিচটা আমাদের ভাবনায় আসতে দেবো না। আমরা যেখানেই যাই, আমাদের লক্ষ টা একই থাকে; কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নিতে হবে। কোন ধরনের স্কিল এখানে সফল হবে সে বিষয়ে দলের সাথে আলোচনা করতে হবে।’

সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে চাইলে ২০২৭ সালের ৩১ শে মার্চের মধ্যে ওয়ানডে র‍্যাংকিং এ সেরা নয়ের মধ্যে থাকতে হবে। নাহলে বাছাইপর্ব পেরিয়ে খেলতে হবে বিশ্বকাপে। বর্তমান র‍্যাংকিং এ ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ এবং ঠিক নিচেই রয়েছে ক্যারিবিয়ানরা। তাই দুই দলের জন্যই সিরিজটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট