Connect with us
ক্রিকেট

‘হাত মেলানো খেলারই অংশ, নয়তো না খেলাই ভালো’

Azharuddin on India vs Pakistan Asia Cup clash
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। ছবি- সংগৃহীত

ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা, সেই উত্তেজনায় ছড়িয়ে পরে মাঠে এবং মাঠের বাইরে। এবারেও তার ব্যতিক্রম নয়, এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হাত না মেলানোয় বিতর্কের কেন্দ্রে ভারতীয় ক্রিকেট দল। 

সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচ শুরুর আগেই বেড়ে চলেছে উত্তেজনা। গত ম্যাচে ভারতের হাত না মেলানো নিয়ে তীব্র হয়েছে বিতর্ক। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে।

এ বিষয়ে সম্প্রতি এনডিটিভির এক বিশেষ অনুষ্ঠানে কথা বলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও সাবেক ক্রিকেটার নিখিল চোপড়া।



আজহারউদ্দিন হাত মেলানো খেলারই অংশ দাবি করে বিষয়টি গুরুত্বহীন বলেন। তিনি বলেন, এতে কোনো ভুল নেই। যদি আপনি খেলার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে খেলতে হবে। প্রতিবাদ করার জন্য খেলার কোনো মানে নেই।

অন্যদিকে নিখিল চোপড়া বলেন, মাঠে বাগবিতণ্ডা বা বিরূপ মন্তব্যের কারণেই ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাতে চায়নি।

তার মতে, হয়তো পাকিস্তানি খেলোয়াড়রা কিছু খারাপ মন্তব্য করেছিল যার কারণে গৌতম গাম্ভীর বা সূর্যকুমার যাদবের মতো সিনিয়ররা দলীয়ভাবে হাত না মেলানোর সিদ্ধান্ত নেন।

তবে তিনি ভারতীয় দলকে সতর্ক করে বলেন, এ ধরনের আচরণ খেলোয়াড়দের মানসিক অবস্থায় বিরূপ প্রভাব ফেলতে পারে এবং শাস্তির শঙ্কা তৈরি করতে পারে।

তিনি বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কোনো না কোনো নাটক থাকবে। তাই বলবো, পিকচার আভি বাকি হ্যায়।

আবার ভারতীয় সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা, বর্তমান সময়কে অতীতের সঙ্গে মেলানো যায় না।

গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত। তাই এবার প্রতিশোধ নিতে মরিয়া পাকিস্তান।

অন্যদিকে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালের দিকে একধাপ এগিয়ে যেতে চায় ভারত।

তাই, এবার সুপার ফোরের এই মহারণ ঘিরে মাঠের বাইরের উত্তাপও চরমে পৌঁছেছে।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট