Connect with us
ক্রিকেট

রাতে সাকিবের দলের খেলা, ম্যাচটি দেখবেন যেভাবে

Shakib Al Hasan in Dubai Capitals
দুবাই ক্যাপিটালসে সাকিব আল হাসান। ছবি- দুবাই ক্যাপিটালস

আজ থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) এবারের আসর। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। এর আগে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোটে পড়লে ফ্র্যাঞ্চাইজিটিতে খেলার সুযোগ পান সাকিব।

এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নিয়েছে পাঁচ দল। যেখানে আছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। যারা হয়েছিল গেল আসরের চ্যাম্পিয়ন। এছাড়াও দল হিসেবে আরও থাকবে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস। টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।

জিএসএলে অংশ নেয়ার আগে সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলেন তিনটি ম্যাচ। ফাইনাল ম্যাচের একাদশে জায়গা না পেলেও তাঁর দল লাহোরই হয়েছিল চ্যাম্পিয়ন। এবার আবারও তাকে দেখা যাবে মাঠের ক্রিকেটে।


আরও পড়ুন:

» আজ প্রথম টি-টোয়েন্টিতে জয়ের ছন্দে ফিরতে চায় বাংলাদেশ

» সাকিবের দলে ফেরা প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন বিসিবি পরিচালক


দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই টাইগার অলরাউন্ডার খেলছেন কেবল বিদেশি লিগেই। অনেকে মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারেই ফুরিয়ে গেছেন সাকিব। তবে সম্প্রতি বিসিবি পরিচালক ইফতেকার আহমেদ মিঠু জানিয়েছেন সাকিবের জন্য এখনো রয়েছে জাতীয় দলে ফেরার সুযোগ। আর তাই হয়তো গ্লোবাল সুপার লিগে পুনরায় নিজেকে মেলে ধরতে চাইবেন এই টাইগার ক্রিকেটার।

বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। 

যেভাবে দেখবেন জিএসএলের ম্যাচ—

বিশ্বের বিভিন্ন দেশের বেশ কিছু প্লাটফর্মে সম্প্রচার করা হবে গ্লোবাল সুপার লিগের ম্যাচগুলো। বাংলাদেশ থেকে সাকিবদের খেলা উপভোগ করা যাবে টি-স্পোর্টসের পর্দায়। এছাড়া অনলাইন প্লাটফর্ম হিসেবে স্পোর্টসজিফাই অ্যাপ থেকে বিনামূল্যে দেখা যাবে টুর্নামেন্টটির সকল খেলা।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট