চলমান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) লিগে আরও একটি জয় তুলে নিল এমআই এমিরেটস। আজ (শনিবার) আবুধাবি নাইট রাইডার্সকে ৩৫ রানে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি। তাতে পয়েন্ট টেবিলে দুইধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমানদের দুবাই ক্যাপিটাসকে টপকে দুইয়ে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানরা।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় পুঁজি পায় এমআই এমিরেটস। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি তুলতে পারেনি আবুধাবি নাইট রাইডার্স।
আবুধাবির বিপক্ষে ম্যাচ দিয়ে চার ম্যাচ পর এমআই এমরেটসের একাদশে ফেরেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বল হাতে রাঙাতে পারেননি তিনি। ২ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি স্পিনার। তাছাড়া ব্যাট হাতেও নামার সুযোগ পাননি এই তারকা।
এদিন আগে ব্যাট করতে নেমে এমআই এর হয়ে সর্বোচ্চ ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন নিকোলাস পুরান। ওপেনিংয়ে নেমে ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন ইংলিশ তারকা জনি বেয়ারস্টো। এছাড়া টম ব্যানটন ২৮ বলে ৩৮, মোহাম্মদ ওয়াসিম ৩৬ বলে ৩৭ এবং কাইরন পোলার্ড ১৬ বলে ২৮ রান করেন।
অন্যদিকে রানতাড়ায় নেমে আবুধাবির হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ব্রান্ডন ম্যাকমুলেন। ৪৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই স্কটিশ ব্যাটার। এছাড়া ২৭ বলে ৪০ রান করেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। বাকিরা কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি।
এমআই এর পক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন জহুর খান। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন আরব আমিরাতের এই পেসার। ৩ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন আফগান লেগস্পিনার আরব গুল মোমান্দ। এছাড়া আল্লাহ মোহাম্মদ গজনফর ও ফজলহক ফারুকী একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
এমআই এমিরেটস : ১৮৭/৪ (২০ ওভার)
আবুধাবি নাইট রাইডার্স : ১৫২/৭ (২০ ওভার)
ফলাফল : এমআই এমিরেটস ৩৫ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/বিটি
