Connect with us
ক্রিকেট

‘বাংলাদেশ দলে সাকিবের খেলার বিষয়টি নির্ভর করছে নির্বাচকদের ওপর’

sakib al hasan
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুর্দান্ত সূচনা, দেশের ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু করেছে। প্রশ্ন উঠেছে, কবে জাতীয় দলে ফিরবেন সাকিব? তবে এই সিদ্ধান্ত নির্বাচকদের ওপরই নির্ভর করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিবতো অ্যাভেইলেবল খেলোয়াড়। বাংলাদেশ টিম থেকে সাকিব এখনও সব ফরমেটে অবসর গ্রহণ করেনি। তার সঙ্গে কথা বলবো, কথা বলে তারপরে আমরা সিদ্ধান্ত নিবো।’

আরও পড়ুন:

» টেস্টে ‘স্টপ ক্লক’, ক্রিকেটে আরও যত নিয়ম আনল আইসিসি

» ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল, গ্লাভস আর বুট কারা পেলো

সাকিব খেলতে আগ্রহী হলে তাকে দলে রাখা হবে কিনা—এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের খেলা কিংবা না খেলার বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ দলের টিম সিলেক্টরদের ওপর, যারা দল নির্বাচন করে। এ বিষয়ে আমার কোনও যোগাযোগ হয়নি।’

সাকিবের এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা এবং তার ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক, দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু করেছে। বিসিবি সভাপতির এই মন্তব্যের পর এখন সবার চোখ থাকবে জাতীয় দলের নির্বাচকদের দিকে, সাকিবের ফেরা নিয়ে তাদের সিদ্ধান্ত কী হয়, সেটাই এখন দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট