Connect with us
ক্রিকেট

ফেরার ম্যাচে সাকিবের ফিফটি, বড় পুঁজি পেল তার দল

Shakib Al Hasan_DC
জিএসএলের প্রথম ম্যাচেই ফিফটি করেছেন সাকিব। ছবি- সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) এবারের আসর দিয়ে দেড় মাসেরও বেশি সময় পর বাইশ গজে ফিরলেন সাকিব আল হাসান। আর ফেরার ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন এই টাইগার অলরাউন্ডার। দারুণ এক ফিফটিতে তার দল দুবাই ক্যাপিটালসকে বড় পুঁজি পেতে সাহায্য করেছেন এই তারকা।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) জিএসএলের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নেমেছে দুবাই ক্যাপিটালস। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভাতে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে দুবাই।

দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন সাকিন আল হাসান। ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কার মারে এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে সেদিকুল্লাহ অটলের ব্যাট থেকে। ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া জেসি বুতান ২০ এবং নিরোশান ডিকওয়েলা ১৫ রান করেন।

আরও পড়ুন:

» দারুণ শুরুর পরও বড় পুঁজি গড়তে ব্যর্থ বাংলাদেশ

» এবার এশিয়া কাপ বৈঠকেও বাংলাদেশে আসতে চায় না ভারত 

এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসে অষ্টম ওভারে দলীয় ৫৮ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় দুবাই। এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। তবে দলের হাল ধরার আগেই ৭৭ রানের মধ্যে আরো দুটি উইকেট হারায় দুবাই। ৭৭ রানে পঞ্চম উইকেট পতনের পর আরো চাপে পড়ে যায় দলটি।

তবে এই চাপ থেকে দলকে উদ্ধার করেন সাকিব। ছোট ছোট কয়েকটি জুটি গড়ে দলকে একাই টেনে নিয়ে যান এই বাঁহাতি ব্যাটার। ৩৪ বলেই তুলে নেন ফিফটি। তার দলও দেড়শ পেরিয়ে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায়। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত ছিলেন সাকিব।

সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে ৩টি উইকেট শিকার করেন আগনুস স্ক্ব। এছাড়া ব্লেয়ার টিকনার ২টি এবং ডিন ফক্সক্রস্ট একটি করে নেন।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট