
বেশ লম্বা সময় ক্রিকেট মাঠের বাইরে ছিলাম সাকিব আল হাসান। কাটিয়েছেন বোলিং নিষেধাজ্ঞাও। তবে দীর্ঘদিন পর পিএসএল দিয়ে মাঠে ফিরলেন তিনি। টাইগার এই অলরাউন্ডারের আগমনে উৎফুল্ল ছিল তার ভক্তরা। কিন্তু নিজের প্রত্যাবর্তনের দিনে জ্বলে উঠতে পারেননি সাকিব।
গতকাল রোববার রাতে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ঘটে সাকিবের। লিগ পর্বে দলটির সর্বশেষ ও অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে তার দল। তবে এদিন ব্যাটে-বলে মলিন ছিলেন এই টাইগার ক্রিকেটার।
লাহোর যখন পরপর একাধিক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়, তখন উইকেটে এসে প্রথম বলেই আউট হয়ে ফিরে যান সাকিব আল হাসান। দীর্ঘদিন পর ব্যাট হাতে নেমে প্রথম বলে স্কুপ করার চেষ্টায় ছিলেন তিনি। তবে স্লোয়ার বল ঠিকভাবে পড়তে পারেননি সাকিব; উড়ে যায় স্টাম্প।
আরও পড়ুন:
» বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (১৯ মে ২৫)
» টাইব্রেকারে হার, শিরোপা খুইয়ে মাঠেই কাঁদলো ফয়সালরা
এরপর দ্রুত আরো কিছু উইকেট হারালেও বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারের ম্যাচে ১৪৯ রানের লড়াই করা পুঁজি পায় লাহোর। এ সময় ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে নিজের ছন্দে ফেরার বার্তা দিচ্ছিলেন সাকিব।
পাওয়ার প্লের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে দুর্দান্ত সব ডেলিভারিতে বেকায়দায় ফেলছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের। সেই ওভারে তিনি দেন মাত্র ৫ রান। তবে দশম ওভারে পুনরায় হাত ঘোরাতে এসে দুই ছক্কায় ১৩ রান হজম করেন সাকিব। এতে দুই ওভার বোলিং করে বিনা উইকেটে ১৮ রান খরচ করেন তিনি।
তবে এদিন শেষ পর্যন্ত ১২৩ রানের বেশি করতে পারেনি পেশোয়ার জালমি। আর এতেই ১১ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর। তৃতীয় অবস্থানে থাকায় প্লে-অফে তারা কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। তাই অন্তত আরো এক ম্যাচ খেলার সুযোগ থাকছে সাকিবের সামনে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এফএএস
