Connect with us
ক্রিকেট

দেশের মাটিতে খেলেই তিন ফরম্যাটকে বিদায় বলতে চান সাকিব

Shakib Al Hasan
দেশের মাটিতে শেষবারের মত খেলতে চান সাকিব। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান! বাংলাদেশের পোস্টার বয় নামে খ্যাত! ক্রিকেট বিশ্বে যার অসাধারণ পারফরম্যান্সের কল্যাণেই বারবার ‘বাংলাদেশ’ নামটি উচ্চারিত হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলে তাঁর ক্রিকেটীয় অধ্যায় অনেকের কাছেই শেষ। ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতির পর দেশে ফিরতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটেও আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। তবে নিজের ভাবনা একেবারেই আলাদাভাবে তুলে ধরেছেন সাকিব। এখনও মনে মনে দেশের জার্সি গায়ে শেষবার মাঠে নামার প্রস্তুতি ধরে রেখেছেন তিনি। দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানাতে চান বাংলার এই ক্রিকেট কিংবদন্তি। 

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলার সঞ্চালনায় ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’–এ দেওয়া সাক্ষাৎকারে সাকিব স্পষ্ট করলেন তাঁর পরিকল্পনা। তিনি বললেন, ফিরে এসে দেশের মাটিতে তিন সংস্করণে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বিদায় নিতে চান তিনি। সেই আশা থেকেই এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি।

সাকিবের মতে, দেশে ফিরলে ওয়ানডে, টেস্ট, টি–টোয়েন্টি তিন ফরম্যাটেই একসঙ্গে শেষবার মাঠে নামার ইচ্ছা আছে তাঁর। তবে কোন ফরম্যাটে আগে বিদায় জানাবেন, সেটা নিয়ে তাঁর তেমন ভাবনা নেই। টি–টোয়েন্টি দিয়ে শুরু হোক বা টেস্ট দিয়ে, শেষবারের মতো তিন ফরম্যাটে খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টানতে চান তিনি।



এই সিদ্ধান্তের পেছনে পরিষ্কার একটি কারণও জানিয়েছেন সাবেক অধিনায়ক। সমর্থকদের সামনে শেষবারের মতো খেলতে চাওয়া। তিনি বলেন, ভক্ত-সমর্থকরাই তাঁর শক্তি ছিলেন সবসময়। আমার খারাপ সময়ে সর্বদাই পাশে ছিলেন তারা। ভালো খারাপ সব মূহুর্ততেই তারা সমর্থন দিয়ে গেছেন। তাই বিদায়ের মুহূর্তটা দেশের মাটিতে ভক্ত-সমর্থকদের সামনেই নিতে চান তিনি।

উল্লেখ্য, সাকিবই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি দীর্ঘদিন তিন ফরম্যাটে অলরাউন্ডার ক্যাটাগরিতে এক নাম্বারে থেকে রাজত্ব করেছেন। দেশের দায়িত্ব না থাকায় বর্তমানে তিনি বিশ্বের বিভিন্ন ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন।

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট