
যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আগের ম্যাচেই জোড়া উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। এবার আটলান্টা লাইটেনিংয়ের বিপক্ষে ফের জ্বলে উঠলেন এই টাইগার অলরাউন্ডার। এদিন ৪৭ রানের জয় তুলে নিয়েছে সাকিবের দল আটলান্টা ফায়ার। আর জয়ের রাতে দুর্দান্ত বোলিং করে ম্যাচ ফেরার পুরস্কার পেয়েছেন সাকিব।
পরমবীর ক্রিকেট কমপ্লেক্স মাঠে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ১২৭ রান সংগ্রহ করে আটলান্টা ফায়ার। ব্যাট হাতে এদিন নিজের ঝলক দেখাতে পারেননি তাকে। এক ছক্কায় ৪ বলে সাত ৭ করে ফিরে গেছেন তিনি। তবে বল হাতে জ্বলে উঠেছেন এই টাইগার ক্রিকেটার। চার ওভার বল করে ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। এতে দ্রুত উইকেট হারিয়ে ৮০ রানের বেশি করতে পারেনি লাইটেনিং।
এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার ঋষি পান্ডের উইকেট হারায় আটলান্টা ফায়ার। এরপর সাগর প্যাটেল ও পল পালমার গড়েন ৪৭ রানের জুটি। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান আসে সাগরের ব্যাট থেকে। ১৬ বলে ২৬ রান করেন পল পালমার। অ্যারন জোন্স করেছেন ২৮ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ১৭ ওভারে ১২৭ রান সংগ্রহ করে সাকিবের দল।

আটলান্টা ফায়ারের হয়ে মাইনর লিগে সাকিব আল হাসান।
আটলান্টা লাইটেনিং রান তাড়া করতে নামলে শুরু থেকেই তাদের চেপে ধরে আটলান্টা ফায়ার। বোলিংয়ে ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই প্রথম বলে মোনাঙ্ক প্যাটেলের উইকেট শিকার করেন সাকিব। ওই ওভারে তিনি খরচ করেন ৪ রান। ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে বাউন্ডারি হজম করলেও সুদিনির উইকেট শিকার করেন সাকিব। সেই ওভারে ১০ রান খরচ করেছেন এই তারকা টাইগার।
নিজের স্পেলের তৃতীয় ওভারে উইকেটশূন্য থেকে সাকিব দেন ৯ রান। ইনিংসের ১৪তম ও নিজের শেষ ওভারে বল করতে এসে মাত্র ৩ রান দিয়ে পার্চমেন্টের উইকেট শিকার করছেন সাকিব। সবমিলিয়ে ২৬ রান দিয়ে তিনি শিকার করেন প্রতিপক্ষের ৩ উইকেট। সাকিব ছাড়াও আরিয়ান প্যাটেল শিকার করেন ২ উইকেট। শেষ পর্যন্ত ৪৭ রানের দাপুটে জয় তুলে নেয় সাকিবের দল আটলান্টা ফায়ার।
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/এফএএস
