
চলতি সপ্তাহেই মাঠে গড়াচ্ছে গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। এবারের আসরের বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গুঞ্জন ছিল, এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জার্সিতে খেলতে পারেন সাকিব আল হাসান। কিন্তু তাকে দলে ভেড়াতে ব্যর্থ হয় তার সাবেক বিপিএল ফ্রাঞ্চাইজি।
অবশেষে জিএসএলের এবারের আসরে খেলতে যাচ্ছেন সাকিব। তবে রংপুরের জার্সিতে নয়, সোহান-সৌম্যদের প্রতিপক্ষ হিসেবে এই টুর্নামেন্টে খেলবেন তিনি। এবারের আসরের জন্য তাকে দলে নিয়েছে আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। আজ রবিবার (৬ জুলাই) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মূলত দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে দুবাই। সাকিবকে দলে নেওয়ার ঘোষণায় তারা লিখেছে, ‘দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের বদলি হিসেবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এক কিংবদন্তি অলরাউন্ডার। আমাদের দলে স্বাগতম, সাকিব।’’
আরও পড়ুন:
» শ্রীলঙ্কাকে হারিয়ে আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
» গোল করে জোটার স্মৃতি ফিরিয়ে আনলেন ফুটবলাররা
প্রথমবার জিএসএলে অংশ নিতে যাচ্ছে দুবাই ক্যাপিটালস। দলটিতে সর্তীর্থ হিসেবে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছেন সাকিব। এই দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রভমান পাওয়েল, আফগানিস্তানের গুলবাদিন নাইব, তরুণ ওপেনার সেদিকুল্লাহ অটল, কায়েস আহমেদ ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলার মতো ক্রিকেটাররা।
গত আসরের মতো এবার পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। এবারও থাকছে না প্লে-অফ পর্ব। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালের টিকিট পাবে।
আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে জিএসএলের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস। এরপর ১৮ জুলাই নুরুল হাসান সোহানদের রংপুরের মুখোমুখি হবে সাকিবদের দুবাই।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/বিটি
