Connect with us
ক্রিকেট

আইএল টি-টোয়েন্টি লীগে দল পেলেন সাকিব-তাসকিন

সাকিব-তাসকিন
সাকিব-তাসকিন। ছবি: সংগৃহীত

শুরুর দফায় দল না পাওয়ার হতাশা কাটিয়ে শেষ মুহূর্তে আইএলটি২০ নিলামে নিজের দল খুঁজে পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই অলরাউন্ডারকে দলে নিয়েছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন এমআই এমিরেটস। তার দাম ধরা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার।

নিলামে নিজের দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদও। শারজা ওয়ারিয়র্সে নাম লেখানো এই পেসারকে কিনেছে দলটি ৮০ হাজার মার্কিন ডলারে, যা সাকিবের চেয়ে দ্বিগুণ।

২০২৩ সালে যাত্রা শুরু হলেও এবারই প্রথম আইএলটি২০–তে অনুষ্ঠিত হয়েছে নিলাম। নিলামের শুরুতে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তার দাম ধরা হয়েছিল ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ দেখা যায়নি, ফলে অশ্বিন অবিক্রীত রইলেন। একইভাবে পাকিস্তানের সাইম আইয়ুবও প্রথম ড্রাফটে দল পাননি।



প্রথম ড্রাফটে দলে নামতে না পারা খেলোয়াড়দের জন্য পরে দ্বিতীয় দফার নিলাম আয়োজন করা হয়। এ সুযোগে সাকিবকে কিনে নেয় এমআই এমিরেটস, আর তাসকিনকে শারজা ওয়ারিয়র্স দলে ভিড়ায়।

তাসকিনের জন্য এটি দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি অভিষেক। এর আগে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন। অন্যদিকে, সাকিব দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেললেও এবার প্রথমবারের মতো আইএলটি২০–তে নামবেন এমআই এমিরেটসের হয়ে।

আইএলটি২০-এর চতুর্থ আসর শুরু হবে আগামী ১০ জানুয়ারি। বাংলাদেশের দুই তারকাই এবার নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন, আর সমর্থকদের জন্য এটি নতুন উত্তেজনার মুহূর্ত হয়ে উঠবে।

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট