মহান বিজয় দিবসে লাল–সবুজের চেতনাকে সামনে রেখে এক কণ্ঠে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেট ও ফুটবলের তারকারা। ১৬ ডিসেম্বর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধ, আত্মত্যাগ আর স্বাধীনতার গৌরবকে স্মরণ করে বার্তা দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের একাধিক খেলোয়াড়।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সাকিব আল হাসান লিখেছেন, তাঁর চেতনা ও বিশ্বাস জুড়ে আছে এই দেশ। জন্ম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশই তাঁর পরিচয় এই অনুভূতির সঙ্গে তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তামিম ইকবালও বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার মুশফিকুর রহিম দেশবাসীর জন্য দোয়া কামনা করে মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ স্মরণ করিয়ে দিয়েছেন, লাল–সবুজের পতাকায় জড়িয়ে আছে ত্যাগ আর সাহসের গল্প।
তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকেই বিজয়কে দেশের পরিচয় হিসেবে তুলে ধরেছেন। মিরাজ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও মোহাম্মদ নাইম শেখ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে স্বাধীনতার মূল্যবোধ ধারণ করার আহ্বান জানিয়েছেন। নাসির হোসেন তাঁর বার্তায় বলেন, তিনি আগে একজন স্বাধীন দেশের নাগরিক, তারপর একজন ক্রিকেটার ১৬ ডিসেম্বর না থাকলে বাংলাদেশ নামটাই থাকত না।
শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে জাতির অহংকার হিসেবে উল্লেখ করেছেন রুবেল হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী। শরিফুল ইসলাম বিজয় দিবসকে স্বাধীনতার ইতিহাসে লেখা সাহস ও ত্যাগের প্রতীক হিসেবে দেখিয়েছেন।
ফুটবল অঙ্গন থেকেও এসেছে একই সুর। কানাডা–প্রবাসী ফুটবলার শমিত সোম বিজয় দিবসকে বাংলাদেশের পরিচয়ের উৎস হিসেবে উল্লেখ করে বলেন, লাল–সবুজ জার্সি গায়ে জড়ালে তিনি ইতিহাসের ভার আর জাতির গর্ব অনুভব করেন। জামাল ভূঁইয়া ও রাকিব হোসেনও জাতীয় পতাকার মর্যাদা, ঐক্য ও দায়িত্ববোধের কথা তুলে ধরেছেন।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। মাহমুদউল্লাহ, মিরাজসহ আরও কয়েকজন খেলোয়াড় দেশের অগ্রগতি ও নিরাপত্তার জন্য দোয়া কামনা করেন।
সব মিলিয়ে বিজয় দিবসে মাঠের তারকারা যেন একই বার্তাই দিয়েছেন এই স্বাধীনতা কেবল একটি দিনের নয়, এটি জাতির পরিচয়। শহীদদের আত্মত্যাগের স্মৃতি ধারণ করেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে, মাঠে এবং মাঠের বাইরে।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/টিএ
