Connect with us
ক্রিকেট

মাইনর লিগে ব্যাটে-বলে সাকিবের ঝলক, বড় জয় আটালান্টার

Shakib shines with both bat and ball in Minor League, Atlanta secure a big win.
মাইনর লিগে ৯৬ রানে জয় পেয়েছে সাকিবের আটালান্টা ফায়ার। ছবি- সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম এলিমিনেটর থেকেই বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। সিপিএল শেষ করেই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে যোগ দিয়েছেন সাকিব। সেখানে আটালান্টা ফায়ারের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাটে-বলে ঝলক দেখিয়েছেন এই অলরাউন্ডার। তার দলও জয় পেয়েছে বড় ব্যবধানে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাইনর লিগে মরিসভিল র‍্যাপটরসকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আটালান্টা ফায়ার। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে আটালান্টা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৫ রানের বেশি করতে পারেনি মরিসভিল।

এদিন আগে ব্যাট করতে নেমে আটলান্টার পক্ষে সর্বোচ্চ রান করেন স্টিফেন টেলর। ফিফটি হাকিয়ে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৬২ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন যুক্তরাষ্ট্রের এই ওপেনার। ছয়ে নেমে সাকিবও খেলেন ঝোড়ো ক্যামিও। স্টিফেন টেলরের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি গড়েন এই তারকা। শেষ পর্যন্ত ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রান করে অপরাজিত ছিলেন এই বাঁহাতি।



জবাবে খেলতে নেমে সাকিব-সানি প্যাটেলদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মরিসভিলের ব্যাটাররা। পাওয়ারপ্লেতে দলীয় ১১ রানের মধ্যেই ৬ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত টেনেটুনে ৮৫ রান তুলে দলটি।

মরিসভিলের ব্যাটিং ইনিংসে পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। এরপর পঞ্চম বলে তুলে নেন দ্বিতীয় উইকেট। পরবর্তীতে আর কোনো উইকেটের দেখা পাননি এই অলরাউন্ডার। এ ছাড়া সানি প্যাটেল ৩টি এবং স্টিফেন টেলর ২টি উইকেট শিকার করেন।

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট